সহেলি মিত্র, কলকাতাঃ সাদা, কমলা অতীত, এবার আসছে কালো রঙের বন্দে ভারত এক্সপ্রেস (Black Vande Bharat Express)? সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই নতুন ট্রেনটির ডিজাইন, অন্দরসজ্জা, ইঞ্জিন দেখলে আপনারও চোখ ধাঁধিয়ে যাবে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন কবে এই নতুন কালো রঙের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ছুটবে ট্র্যাকে? চলুন জেনে নেবেন।
আসছে কালো রঙের বন্দে ভারত এক্সপ্রেস?
এমনিতে এই ডিজিটাল যুগে সামাজিক মাধ্যমে মানুষ যা দেখেন তা বেশিরভাগটাই বিশ্বাস করে নেন। কেউ কেউ আছেন যারা চোখ বন্ধ করে বিশ্বাস করেন তো আবার কেউ কেউ আছেন যারা বিষয়টি নিয়ে তদন্ত করেন। আজকের এই প্রতিবেদনটিও ঠিক তেমনই একটি বিষয় নিয়ে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি কালো বন্দে ভারত এক্সপ্রেসের একটি ভিডিও বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে যেখানে দাবি করা হচ্ছে যে এতে নতুন এবং আধুনিক কিছু ফিচার রয়েছে।
যদিও তথ্য যাচাইয়ের পর জানা গেছে যে এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং এটি বন্দে ভারত এক্সপ্রেসের আসল নকশা বা প্রোটোটাইপ কোনওটাই নয়। রেলওয়ে কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়েছেন যে এই মুহূর্তে কালো বন্দে ভারত এক্সপ্রেস আনার কোনও পরিকল্পনা তাঁদের নেই।
ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি Indiahood.in. বর্তমানে, বন্দে ভারত ট্রেন দুটি রঙে চলে: প্রথম সাদা-নীল বন্দে ভারত এবং এই বছর চালু হওয়া কমলা-ধূসর ট্রেন। ভিডিওতে দেখানো কালো বন্দে ভারত সম্পূর্ণ অবাস্তব। ভিডিওটি ভালোভাবে দেখলে বেশ কিছু ভুল জিনিস চোখে পড়বে। এই যেমন ট্রেনের সামনের দিকে “বন্দে ভারত ২০০৩” লেখা আছে, যেখানে প্রধানমন্ত্রী মোদী ২০১৯ সালে প্রথম বন্দে ভারত ট্রেনটি চালু করেছিলেন। এরপর ট্রেনের পাশের প্যানেলে লেখাটি ঝাপসা এবং অস্পষ্ট, যা একটি AI ভিডিওর স্পষ্ট লক্ষণ। বিশেষজ্ঞরা বলছেন যে AI দিয়ে তৈরি এই ধরনের ভিডিওগুলি তাদের ছবির গুণমান এবং ভবিষ্যত নকশার কারণে ভাইরাল হয়।