সাধারণ দর্শকদের জন্য বরাদ্দ মাত্র ১৫,৩১২টি টিকিট, কলকাতা ডার্বি ঘিরে শুরু কালোবাজারি!

Black marketing for Kolkata Derby tickets has started

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেছে বেছে রবিবারই পড়েছে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের ডুরান্ড ডার্বি। কাজেই দল অন্ত প্রাণ সমর্থকরা নিজেদের ছুটির দিনে দুই ময়দান প্রধানের লড়াই দেখতে স্টেডিয়ামে যাবেন বলেই ঠিক করেছিলেন এতদিন। তবে সেই উপায় আর কোথায়!

জানা যাচ্ছে, সব দিয়ে ঠিয়ে সাধারণ দর্শকদের জন্য যেটুকু টিকিট বেঁচে ছিল ( অনলাইন টিকিট) বৃহস্পতিবার অনলাইন উইন্ডো খুলতেই তা নিমেষে শেষ হয়ে যায়। আর এর পরই দুই প্রিয় দলের ডার্বির টিকিট নিয়ে দেখা দিয়েছে হাহাকার। যদিও এ সবের মাঝেই উঠে আসছে ডার্বির টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ।

সাধারণ দর্শকদের জন্য ছাড়া হয়েছিল মাত্র 15,312টি টিকিট

বৃহস্পতিবার ডুরান্ড কাপ কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ইস্টবেঙ্গল বনাম মোহনবাগানের 17 তারিখের ম্যাচ উপলক্ষ্যে মোট 62,440টি টিকিটের ব্যবস্থা করা হয়েছে। যার মধ্যে 36,403টি টিকিট কমপ্লিমেন্টারি। আয়োজকরা জানায়, স্পন্সর থেকে শুরু করে স্থানীয় ক্লাব, সহযোগী সংস্থা, রাজ্য সরকার এবং আইএফএ ও ভারতীয় সশস্ত্র বাহিনীকে এই টিকিটগুলি দেওয়া হয়েছিল।

সেইসব টিকিট মিলিয়ে বাকি ছিল মাত্র 26,037টি টিকিট। যার মধ্যে 10,725টি টিকিট নাকি দুই ক্লাব এবং আইএফএ ইতিমধ্যেই কিনে নিয়েছে। কাজেই টিকিটের সংখ্যাটা আরও কমে গিয়ে দাঁড়ায় 15,312 তে। আর এই টিকিট নিয়েই শুরু হয়েছে কাড়াকাড়ি!

জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে অনলাইনে ডুরান্ড কাপের ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই সব টিকিট বিক্রি হয়ে যায়। যদিও অনলাইনে মোট কত টিকিট বিক্রি হয়েছে তার কোনও স্পষ্ট তথ্য দেয়নি ডুরান্ড কমিটি।

বলা বাহুল্য, আগামীকাল অর্থাৎ শনিবার সকাল 11টায় মোহনবাগান ও ইস্টবেঙ্গলের বক্স অফিস থেকে অফলাইনে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা। আর তার আগেই ডার্বির টিকিট নিয়ে কার্যত কাড়াকাড়ি শুরু হয়েছে সমর্থকদের মধ্যে!

অবশ্যই পড়ুন: জল্পনার অবসান! নতুন অধিনায়ক পেয়ে গেল শাহরুখের নাইট রাইডার্স

ডার্বির টিকিট নিয়ে শুরু হয়েছে কালোবাজারি

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচের অনলাইন টিকিট বিক্রি শুরু হওয়ার পরই অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, তাঁদের কাছে কলকাতা ডার্বির টিকিট রয়েছে, যদি কারোর প্রয়োজন হয় তাঁরা যোগাযোগ করতে পারেন। এছাড়াও বৃহস্পতিবার এক মহিলা সোশ্যাল মিডিয়ায় জানান, তাঁর কাছে ডার্বির টিকিট রয়েছে, সেগুলি বৃহস্পতিবার বিকেলেই তিনি মোহনবাগান তাঁবুর বাইরে বিক্রি করবেন। এছাড়াও ইতিমধ্যেই ডার্বির টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ তুলছেন বহু ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থক।

Leave a Comment