প্রীতি পোদ্দার, বাঁকুড়া: ফের চিকিৎসার গাফলতির অভিযোগ উঠল বাঁকুড়ায় (Bankura)! সাপের কামড়কে কাঠির আঘাত বলে চিকিৎসা না করায় মৃত্যুর হয় বালকের! হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলাতির অভিযোগ তুলে ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে তুমুল বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্য ও আত্মীয়রা। বিশাল বাহিনী নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়।
চিকিৎসকের গাফিলতির অভিযোগ
রিপোর্ট অনুযায়ী, গত মঙ্গলবার দুপুরে ধানের জমিতে সাপে কামড় দেয় বাঁকুড়ার ছাতনা থানার সরবেড়িয়া গ্রামের ১২ বছর বয়সী সন্দীপ রানাকে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পাঁচ মিনিটের মধ্যে বাঁকুড়ার ছাতনা থানার অন্তর্গত ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করানোর জন্য। কিন্তু সেখানকার চিকিৎসক সন্দীপকে দ্রুত অ্যান্টিভেনম না দিয়ে তাকে তার অভিভাবককে ডেকে আনতে বলে। চিকিৎসক জানান, সন্দীপকে সাপে নয় কাঠির আঘাত করা হয়েছিল। কিন্তু তবুও চিকিৎসককে রোগীকে ভালোভাবে দেখার জন্য জোর করলে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে রেফার করে দেওয়া হয় বলেই অভিযোগ।
তদন্তের আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের
পরিবারের অভিযোগ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে এদিন সন্দীপের পরিবার মঙ্গলবার রাতেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে আসে। কিন্তু পরেরদিন অর্থাৎ বুধবার সন্ধ্যে ছ’টা নাগাদ সেখানে চিকিৎসা চলাকালীন সন্দীপের মৃত্যু হয়। এরপরই চিকিৎসায় গাফিলতির অভিযোগে গত বৃহস্পতিবার, সন্ধ্যায় স্থানীয় কয়েকশো মানুষ ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে প্রবল বিক্ষোভে ফেটে পড়েন। হাসপাতালের ভিতরে ঢুকে মারধরও শুরু করে একাংশ। অবশেষে সেই পরিস্থিতির সামাল দিতে রীতিমত প্রচুর পুলিশকর্মীকে ময়দানে নামতে হয়। বিক্ষোভকারীদের তদন্তের আশ্বাস দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ গঠন করেছে একটি কমিটি।
আরও পড়ুন: আন্তর্জাতিক স্তরে কেন দুর্বল হচ্ছে ভারতীয় পাসপোর্ট? নেপথ্যে বড় কারণ
কিছুদিন আগেই মালদার এক সরকারি হাসপাতালে কঙ্কালসার চেহারা সামাজিক মাধ্যমে প্রকাশ্যে নিয়ে এসেছিল সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়াসিম আক্রম। তাঁর ভাইকে সাপে কামড়ানোয় মালদার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পর্যাপ্ত বেড না মেলায় সাপে কাটা রোগীকে গাড়িতে শুইয়েই স্যালাইন দেওয়ার অভিযোগ উঠল হাসপাতালের বিরুদ্ধে। এই পরিস্থিতি সকলের সামনে তুলে ধরা হলে ওই আইনজীবীকে পাগল বলে সম্বোধন করলেন ওই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা তাজমুল হোসেন।