বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যর্থতার দাম দিতেই হল। গত ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড এবং কাপ জেতানো মহারথী তথা প্রধান কোচ হোসে মোলিনাকে বিদায় দিল মোহনবাগান। জল্পনা মতোই, বাগানের নতুন কোচ হলেন ISL জেতানো সের্জিও লোবেরা (Mohun Bagan New Head Coach)। আসলে, গত সিজেনে ফুটবল কাকে বলে তা বুঝিয়ে ভারতীয় ফুটবলের নাম উজ্জ্বল করলেও সাম্প্রতিককালে খুব একটা ভাল ছন্দে নেই মোহনবাগান। ডুরান্ড কাপ থেকে শুরু করে সুপার কাপ সবেতেই অসফল হয়েছে গঙ্গা পাড়ের দল। মূলত সেই সব ব্যর্থতাকে সামনে রেখেই সাফল্যের কারিগরকে ছেড়ে দিল সবুজ মেরুন।
ভাগ্য ফেরাতে লোবেরায় ভরসা রাখল মোহনবাগান
প্রথম কোচ হিসেবে ভারতীয় ফুটবলে কলকাতার কোনও দলকে একসাথে ISL শিল্ড এবং কাপ দুইই জিতিয়েছিলেন মোলিনা। তাঁর তত্ত্বাবধানে এক নতুন ধারা খুঁজে পেয়েছিল সবুজ মেরুন। তবে সাফল্যের মাঝে ব্যর্থতা যে আসবে না তার নিশ্চয়তা কেউ দিতে পারে? পারেননি তিনিও। তবে ব্যর্থতার মাসুল শুনতে হল হাতেনাতে। শেষ পর্যন্ত মোলিনাকে ছাঁটাই করে দিল ইস্টবেঙ্গল প্রতিবেশী।
বুধবার মোহনবাগানের তরফে জানানো হয়েছে, আমাদের সাথে চুক্তি হয়ে গিয়েছে লোবেরার। ইন্ডিয়ান সুপার লিগের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও সময়ই নষ্ট করতে চাই না, তাই তাঁর উপরেই ভরসা রাখা হল। জানা গিয়েছে, আগে অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও এবার আর চুপ করে বসে থাকতে চাইছে না সবুজ মেরুন। তাই আগামী 30 নভেম্বর থেকেই নতুন কোচের হাত ধরে অনুশীলনে নেমে পড়তে চান শুভাশিস বসু, জেমি ম্যাকলারেনরা। বলাই বাহুল্য, ইন্ডিয়ান সুপার লিগে এর আগে মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসির দায়িত্বে ছিলেন বিদেশি কোচ লোবেরা। মুম্বইকে ISL কাপ এবং শিল্ড জিতিয়েছেন তিনি। ভারতীয় ফুটবলের DNA জানেন মোহনবাগানের নতুন হেড স্যার।
অবশ্যই পড়ুন: রকেটের গতিতে বেড়েছে দাম! এক মাসে বিনিয়োগকারীদের টাকা দ্বিগুণ করেছে এই স্টক
প্রসঙ্গত, মোহনবাগানে বড় দায়িত্ব পেয়ে খুশি লোবেরা। নতুন দলে সই করার পরই তিনি জানালেন, “মোহনবাগান দারুণ দল। এখানে দায়িত্ব পাওয়াটা আমার জন্য সম্মানের। এই ক্লাবের প্রচুর ইতিহাস রয়েছে। আমি এই দলটাকে এমন ভাবে গড়ে তুলতে চাই যারা সাহসিকতা এবং জয়ের মানসিকতা নিয়ে খেলবে। আমরা সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।” এদিন লোবেরা এও বলেন, “এই দলটার প্রতিভা আছে, সেটা মানতেই হবে। মোহনবাগান ভারতীয় ফুটবলে আধিপত্য বিস্তার করতে পারে। সেই সম্ভাবনাকেই এগিয়ে নিয়ে যেতে চাই আমি।”