সাফ ফাইনাল জিতে পুরস্কার হিসেবে কত টাকা পেল ইস্টবেঙ্গল?

East Bengal FC Saff women’s club Championship Prize Money

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিদেশের মাটিতে ইতিহাস তৈরি ইস্টবেঙ্গলের (East Bengal FC) কাছে আজ সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আগেই মিগুয়েল কাপ জিতেছিলেন লাল হলুদের দক্ষ পুরুষ প্লেয়াররা। শনিবার সেই সম্মানটা অক্ষুন্ন রাখল ইস্টবেঙ্গলের নারী বাহিনীও। এদিন, সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালের দল এপিএফ এফসিকে 3-0 গোলে গুঁড়িয়ে দিয়ে ভারতের প্রথম মহিলা দল হিসেবে আন্তর্জাতিক খেতাব জয় করলো ইস্টবেঙ্গল। আর সেই জয়ের নেপথ্য নায়িকা হয়ে থাকলেন লাল হলুদের স্ট্রাইকার ফাজিলা। কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ জিতে পুরস্কার হিসেবে কত হাতে পেল মশাল ব্রিগেড?

সাফ জিতে পুরস্কার বাবদ কত অর্থ পেল ইস্টবেঙ্গল?

শনিবার, ম্যাচের একেবারে শুরু থেকেই দাপট দেখিয়ে এসেছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ এপিএফ এফসির প্লেয়ারদের একপ্রকার বোতলবন্দি করে গোল করে গিয়েছিলেন ফাজিলারা। গতকাল, লাল হলুদের হয়ে একেবারে 21 মিনিটেই প্রথম গোল করেন দুর্ধর্ষ স্ট্রাইকার ফাজিলা। এরপর একটানা আক্রমণ শানিয়ে 35 মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন সিল্কি দেবী। ডান প্রান্ত থেকে ভেসে আসা বলে হেড করে গোল শানান তিনি। তাতেই একেবারে আত্মবিশ্বাস চাগাড় দিয়ে উঠেছিল মশাল ব্রিগেডে।

প্রথম দুই গোলের পর প্রতিপক্ষকে গোলের মালা পরাতে একেবারে উঠেপড়ে লাগে মশাল ব্রিগেড। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধ শুরু হতেই কয়েক মুহূর্তের মধ্যে নিজের দ্বিতীয় এবং দলের জন্য তৃতীয় গোলটি করে বসেন উগান্ডার স্টাইকার ফাজিলা। আর সেখানেই জয়ের পতাকা উড়িয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। এরপর টানটান উত্তেজনার মধ্যে দিয়ে খেলা গড়ালেও গোল আসেনি। ফলে ম্যাচ 3-0 করে নেপালের দলের জয়ের স্বপ্ন একেবারে চুরমার করে দেয় মশাল কন্যারা।

অবশ্যই পড়ুন: ‘ভেবেছিলাম কম দামে …’ ভেঙ্কটেশকে RCB কিনে নেওয়ায় মুখ খুলল KKR

এবার আসা যাক আসল কথায়, প্রথমবারের মতো মহিলা দল হিসেবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জয়ের কারণে ইস্টবেঙ্গলের হাতে 10,000 মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 9 লাখ টাকা পুরস্কার মূল্য তুলে দেওয়া হয়েছে। যদিও লাল হলুদ ভক্তদের অনেকেই বলছেন ইস্টবেঙ্গলের দঙ্গল কন্যাদের কীর্তির সামনে এই পুরস্কার মূল্য অনেকটাই কম। আসলে গোটা ভূ-ভারতে ইস্টবেঙ্গল ছাড়া আর কোনও ক্লাব আন্তর্জাতিক ট্রফি জিততে পারেনি।

Leave a Comment