সৌভিক মুখার্জী, শমসেরগঞ্জ: মুর্শিদাবাদের শমসেরগঞ্জে পিতা-পুত্র হত্যাকাণ্ডে (Murshidabad Murder Case) বিরাট রায় দিল আদালত। সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ চলাকালীন খুন হওয়া হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাসের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১৩ জনকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জঙ্গিপুর মহাকুমা আদালত। পাশাপাশি নিহতদের পরিবারকে রাজ্য সরকারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে আদালত। হ্যাঁ, মঙ্গলবার বিকেলে সাজা ঘোষণা করেছেন জঙ্গিপুর আদালতের বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। এমনকি কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক অপরাধীকে ১০ হাজার টাকা করে জরিমানা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনাটি কী?
জানিয়ে রাখি, গত ১২ এপ্রিল শনিবার সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় মুর্শিদাবাদের একাধিক এলাকায় অশান্তি ছড়িয়ে পড়েছিল। জঙ্গিপুর মহকুমা, শমসেরগঞ্জ, সুতি এবং ধুলিয়ানের মতো এলাকাগুলিতে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নিয়েছিল। আর সেই সময় শমসেরগঞ্জে খুন হন হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে চন্দন দাস। অভিযোগ উঠেছিল, বাবা এবং ছেলেকে ঘর থেকে টেনে বের করে কুপিয়ে খুন করা হয়। আর এই ঘটনায় রাজ্যজুড়ে শুরু হয় তোলপাড়। দাবি করা হয়, কোনও রাজনৈতিক উদ্দেশ্য নয়, বরং ব্যক্তিগত কারণেই তাঁদেরকে খুন করা হয়েছে।
আরও পড়ুন: Thar থেকে Scorpio, মিলছে ৪.৪৫ লক্ষ টাকা ছাড়! বিরাট ডিসকাউন্টের ঘোষণা Mahindra-র
তবে এই ঘটনায় অভিযুক্ত ১৩ জনের সবাইকেই গ্রেফতার করেছে পুলিশ এবং ঘটনার ৫৫ দিনের মাথায় চার্জসিট পেশ করা হয়েছে জঙ্গিপুর আদালতে। পাশাপাশি দ্রুত বিচার প্রক্রিয়ার আবেদনও জানানো হয়েছিল। গত সপ্তাহে এই মামলার শুনানি শেষ হয়। সোমবার আদালত ১৩ জনকে দোষী সাব্যস্ত করে এবং রায় ঘোষণার সময় বিচারক স্পষ্ট জানিয়ে দেন, কোনও রকম রাজনৈতিক কারণ নয়, বরং ব্যক্তিগত কোন্দলের জেরেই তাঁদেরকে খুন করা হয়েছে। সেই সূত্রে, আজ বড়সড় রায়ের পথে হাঁটল আদালত।