সহেলি মিত্র, কলকাতাঃ দেশজুড়ে বর্তমানে বিয়ের মরশুম চলছে। অনেক দম্পতি বিয়ের পর তাদের নতুন জীবনের সূচনা উদযাপনের জন্য একটি সুন্দর স্থানে ভ্রমণের পরিকল্পনা করেন। আপনিও যদি বিয়ের পর একটি সুন্দর স্থানে হানিমুন কাটাতে চান, আর সেটা যদি বিদেশে হয় তাহলে তো কোনও কথাই নয়। সকলের সব চাহিদার কথা মাথায় রেখে IRCTC আপনার জন্য একটি দুর্দান্ত ট্যুর প্যাকেজ নিয়ে এসেছে। শুধু তাই নয়, আপনিও যদি আপনাত্র সঙ্গীর সঙ্গে, পরিবারের সঙ্গে একটু কোয়ালিটি টাইম কাটাতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আসলে IRCTC আপনাকে একদম জলের দরে বিদেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে তাও কিনা নেপালের মতো সুন্দর একটা দেশে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন আরও বিশদে জেনে নেবেন।
জলের দরে IRCTC-র সঙ্গে ঘুরে আসুন নেপাল
সামনেই রয়েছে বড়দিন। আর এই বড়দিন উপলক্ষে আইআরসিটিসি দুর্দান্ত ট্যুর প্যাকেজটি এনেছে। এই নেপালেই রয়েছে বিশ্ববিখ্যাত মাউন্ট এভারেস্ট, যা দেখার জন্য সারাবছর মানুষ এখানে পাড়ি জমান। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি, এই দেশটি তার বৈচিত্র্যের জন্যও পরিচিত। নেপালে আপনি অনেক প্রাচীন মন্দির দেখতে পাবেন। তাছাড়া, এখানকার খাবার পর্যটকদের কাছেও প্রিয়। এই কারণেই প্রতি বছর প্রচুর সংখ্যক মানুষ নেপাল ভ্রমণে আসেন।
আইআরসিটিসি-র এই ট্যুর প্যাকেজটির নাম ক্রিসমাস স্পেশাল মিস্টিক্যাল নেপাল উইথ গালা ডিনার। এই ট্যুর প্যাকেজটি আপনাকে ৫ রাত ৬ দিনের জন্য নেপালের সুন্দর জায়গাগুলিতে নিয়ে যাবে। এই ট্যুর প্যাকেজের আওতায় আপনাকে কাঠমান্ডু এবং পোখরার মতো সুন্দর জায়গায় নিয়ে যাওয়া হবে। এই প্যাকেজের জন্য IRCTC ট্যুর কোড হল WMO018। এই ট্যুর প্যাকেজটি ১২ ডিসেম্বর, ২০২৫ তারিখে মুম্বাই থেকে শুরু হবে। ভ্রমণ হবে বিমানে অর্থাৎ একদম আরামে। আপনাকে থাকা খাওয়া কিংবা ঘোরার কোনও চিন্তাই করতে হবে না। এই ট্যুর প্যাকেজের মধ্যেই সব আছে।
খরচ কত?
এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে। আর সেটা হল সম্পূর্ণ ট্যুরটির জন্য আপনার পকেট থেকে কত টাকা খসবে সেই ব্যাপারে। জানা গিয়েছে, যদি আপনি একা ভ্রমণের পরিকল্পনা করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে গুনতে হবে ৫৯,৪০০ টাকা। দুই জনের জন্য, প্রতি ব্যক্তির ভাড়া পড়বে ৫১,৪০০ টাকা এবং তিন জনের জন্য, প্রতি মাথাপিছু খরচ করতে হবে ৫০,১০০ টাকা।