সহেলি মিত্র, কলকাতাঃ সামনেই রয়েছে বড়দিন, নিউ ইয়ার। আর এই সময়ে বেশিরভাগ মানুষ হয় পিকনিক করবেন কিংবা কোথাও ঘুরতে যাবেন। কেউ যাবেন দিঘা, পুরী তো কেউ যাবেন দার্জিলিং, সিকিম। তবে এই শীতে আপনারও কি দিঘা কিংবা বিষ্ণুপুর ঘুরতে যাওয়ার ইচ্ছা হয়েছে? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। আজ আপনাদের এমন একটি বাস সম্পর্কে তথ্য দেব যেটিতে করে আপনি অনায়াসেই দুর্গাপুর থেকে দিঘা (Durgapur Digha Bus) পৌঁছে যেতে পারবেন তাও কিনা আরামে এবং কম খরচে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন বিশদে জেনে নেবেন সবটা।
এবার দুর্গাপুর থেকে দিঘা যাওয়া আরও সহজ
আজ কথা হচ্ছে দুর্গাপুর থেকে সরাসরি সৈকতনগরী দিঘা যাওয়ার জন্য দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রাত্রিকালীন বাস পরিষেবা নিয়ে। এই বাসটি একদম ডিলাক্স” ক্যাটেগরির অর্থাৎ আরাম নিয়ে কোনও আপোষ হবে না। এই বাসটিতে করে আপনি অনেক জায়গায় পৌঁছে যেতে পারবেন আরামে এবং কম গ্যাটের টাকা খরচ করে।
আরও পড়ুনঃ ২২৮ কোটি টাকা ব্যাঙ্ক জালিয়াতি, এবার CBI-র খপ্পরে আম্বানির ছেলে
জানা গিয়েছে বাসটি ভায়া- দুর্গাপুর স্টেশন, বড়জোড়া, বেলিয়াতোড়, মাকুড়গ্রাম, বাঁকুড়া বাইপাস, ধলডাঙ্গা, ওন্দা, রামসাগর, বিষ্ণুপুর, বাঁকাদহ, ধাদিকা, গড়বেতা, চন্দ্রকোনা রোড, শালবনি, গোদাপিয়াশাল, ভাদুতলা, মেদিনীপুর বাসস্ট্যান্ড, মোহনপুর, খড়গপুর স্টেশন, খড়গপুর চৌরঙ্গী, মকরামপুর, নারায়ণগড়, বাখরাবাদ, বেলদা, ঠাকুরচক, খাকুড়দা, সাউরী, ললাট, জাহালদা, এগরা, দোবাধী, বালিঘাই, তাজপুর, ভবানিচক, সাতমাইল, রাউতারা, কাঁথি, ঘাটুয়া, পিছাবনী, চাউলখোলা, বালিসাই, চোদ্দোমাইল, রামনগর, ঠিকরা মোড়, অলঙ্কারপুর হয়ে দিঘা ঢোকে
বাসের সময়সূচি ও ভাড়া
এবার আসা যাক বাসটির ভাড়া এবং সময়সূচী সম্পর্কে। এই ডিলাক্স বাসটি দুর্গাপুর সিটি সেন্টার ছাড়ে রাত ৮টার সময়ে এবং দুর্গাপুর স্টেশন ছাড়ে রাত ৮:২৫ নাগাদ। অপরদিকে দিঘা থেকে দুর্গাপুর যাওয়ার সময় দিঘা থেকে বাসটি ছাড়ে রাত ৮:৩০ মিনিটে। এই বাসে আপনি পুশব্যাক সিট পাবেন, সেইসঙ্গে পাখা এবং চার্জিং পয়েন্টেরও সুব্যবস্থা রয়েছে। ভাড়া সম্পর্কে বললে, দুর্গাপুর থেকে দিঘা যাওয়ার সম্ভাব্য ভাড়া ২৩৮ টাকা।