প্রীতি পোদ্দার, কলকাতা: কিছুদিন আগেই মহাআড়ম্বরের সঙ্গে পালিত হয়েছে তারাপীঠের সবচেয়ে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। প্রত্যেক বছরেই এই অমাবস্যা মহাধুমধাম করে পালন করা হয়। চলতি বছর ২২ এবং ২৩ আগস্ট অর্থাৎ শুক্র ও শনিবার কৌশিকী অমাবস্যা তিথি পড়েছিল, এদিকে পরেরদিন রবিবার হওয়ায় ব্যাপক ভক্ত সমাগম হয় তারাপীঠ ধামে। আর এমতাবস্থায় মা তারার আরাধনার মাঝেই ব্যাপক লক্ষ্মীলাভ হল আবগারি দপ্তরের।
মদের রেকর্ড বিক্রি
যেহেতু গত সপ্তাহে পর পর দুইদিন কৌশিকী অমাবস্যা ছিল, সেই সূত্রে ভক্তির টানে তাঁর অসংখ্য ভক্তের আনাগোনা হয়েছিল মন্দিরে। যার জেরে ব্যাপক ভক্ত সমাগমে মুখে চওড়া হাসি হোটেল ব্যবসায়ীদের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় সাড়ে চার কোটি টাকার মদও বিক্রি হয়েছে সেখানকার দোকানে। প্রশাসনের দেওয়া হিসেব অনুযায়ী, এবছর পাঁচ লক্ষেরও বেশি ভক্ত সমাগম ঘটেছিল। সেই কারণেই এবার ব্যাপক মদ বিক্রি হয়েছে। আবগারি দপ্তর সূত্রে জানা গিয়েছে, রামপুরহাটের মনসুবা মোড় থেকে তারাপীঠের বেসিক মোড় পর্যন্ত ২৫টি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকানই সারারাত নাকি ওই দু’দিন খুলে রাখা হয়েছিল।
খুব খুশি মদ ব্যবসায়ীরা?
মদের এই রেকর্ড বিক্রি নিয়ে এক মদ ব্যবসায়ী বলেন, কৌশিকী অমাবস্যায় বিহার ও ঝাড়খণ্ড থেকে হাজার হাজার ভক্ত আসেন। কিন্তু বিহারে যেহেতু মদ নিষিদ্ধ তাই সেখানকার লোকেরা সুরা পান করতে পারে না। এদিকে বিহার লাগোয়া ঝাড়খণ্ডে মদ মিললেও পশ্চিমবঙ্গের মদ গুণমানে অনেকটাই এগিয়ে। আর এতেই বিহার ও ঝাড়খণ্ড থেকে পুজো দিতে আসা অনেকেই ফেরার সময় তারাপীঠ থেকে মদ কিনে নিয়ে গিয়েছেন। শেষ আপডেট অনুযায়ী সবকটি কাউন্টার মিলিয়ে তিনদিনে মোট ৪ কোটি ৪৪ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। যা দেখে তাজ্জব সকলে।
আরও পড়ুন: রাজ্যের আবেদন খারিজ, ক্লাবগুলোকে টাকা দেওয়া বন্ধের কথা বলল হাইকোর্ট
উল্লেখ্য প্রতি বছরই কৌশিকী অমাবস্যা উপলক্ষে রেকর্ড পরিমাণে মদ বিক্রি হয় বীরভূমের তারাপীঠে। গতবারও কৌশিকী অমাবস্যার কারণে তারাপীঠে মোট মদ বিক্রি হয়েছিল প্রায় ৩ কোটি ৮৫ লক্ষ টাকার। চলতি বছর যা প্রায় ৫৯ লক্ষ বেড়েছে। মায়ের এই আরাধনার জন্য কেউ ভক্তি রসে তো কেউ আবার সুরা রসে মেতে উঠেছিলেন। আর সেই দৃশ্য স্পষ্ট ভেসে ওঠে তারাপীঠ রামপুরহাট রাস্তার ধারেই। সেখানেই গোল করে বসে ভক্তরা কোথাও সূরা পান করছেন, আবার কেউ কেউ বেহুশ হয়ে পড়ে থাকেন রাস্তার ধারে।