সার্টিফিকেট থেকে ভোটার কার্ড, ২০২২ সালের ১.৫ লক্ষ টেট পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস

WB TET Scam

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে ফের বিতর্ক (WB TET Scam)। সম্প্রতি এক অচেনা ওয়েবসাইটে হঠাৎ করেই দেড় লক্ষ পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে এসেছে। রেজিস্ট্রেশন নম্বর থেকে শুরু করে ভোটার আইডি কার্ডের তথ্য, পরীক্ষার ফলাফল, এমনকি সার্টিফিকেট ডাউনলোড করার অপশনও সেখানে দেখা যাচ্ছে। তবে আশ্চর্যের বিষয়, ওই ওয়েবসাইটটি কোনো সরকার স্বীকৃত নয়।

রিপোর্ট অনুযায়ী, চাকরিপ্রার্থীদের একাংশ এই তথ্য প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে। তাঁরা অভিযোগ করছে, এটি সরাসরি তাঁদের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে আনছে। এমনকি মনে করা হচ্ছে যে, এর সঙ্গে বড় ধরনের কোনো জালিয়াতি চক্র যুক্ত থাকতে পারে।

কতজনের তথ্য ফাঁস হল?

চাকরিপ্রার্থীদের দাবি অনুযায়ী, ওয়েবসাইটে প্রায় 1 লক্ষ 50 হাজার 406 জন পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে এসেছে। অথচ সরকার হিসেবে দেখা যাচ্ছে, রেজিস্ট্রেশন করেছিল 6 লক্ষ 90 হাজার 932 জন এবং পরীক্ষায় বসেছিল 6 লক্ষ 19 হাজার 102 জন। পাশাপাশি উত্তীর্ণ হয়েছিল 1 লক্ষ 50 হাজার 491 জন প্রার্থী। এখন প্রশ্ন উঠছে, এত নিখুঁত তথ্য কোনো অজানা ওয়েবসাইটের হাতে আসলো কীভাবে?

এ নিয়ে চাকরিপ্রার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমরা যেখানে চাকরি নিয়েই অনিশ্চয়তায় ভুগছি, সেখানে আমাদের ব্যক্তিগত তথ্য এভাবে বাইরে ফাঁস হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র আমাদের গোপনীয়তা নিয়ে প্রশ্ন নয়, বরং আমাদের নিরাপত্তাকেও কাঠগড়ায় দাঁড় করাচ্ছে।

আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে চাকরি, BSF-এ হাজারের বেশি শূন্যপদে হেড কনস্টেবল নিয়োগ

তবে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। তিনি দাবী করেছেন, আমাদের সরকারি ওয়েবসাইট থেকে এরকম ধরনের কোনো তথ্য ফাঁস হওয়া সম্ভব নয়। যদি কোনো জাল চক্র এভাবে সক্রিয় থাকে, তাহলে এর বিরুদ্ধে অবিলম্বে তদন্তের ব্যবস্থা করা হবে।

Leave a Comment