সিউড়িতে জমি বিবাদ ঘিরে প্রতিবেশীকে উদোম পেটালেন মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় তারকা মহম্মদ শামির সাথে বিচ্ছেদের পর খোরপোশের মামলা নিয়ে বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছেন প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। তবে এবার শিরোনাম হলেন ভিন্ন কারণে।

জানা যাচ্ছে, জমি বিবাদের ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠেছে টিম ইন্ডিয়ার তারকা পেসার শামির প্রাক্তন স্ত্রীয়ের বিরুদ্ধে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে সেই হাতাহাতির দৃশ্য।

প্রতিবেশীকে বেধড়ক মারধর করলেন শামির প্রাক্তন স্ত্রী!

ভারতীয় তারকা শামির সাথে বিচ্ছেদ মামলার মাঝেই প্রতিবেশীকে মারধর করে শিরোনামে উঠে এলেন হাসিন। শোনা যাচ্ছে, হাসিন জাহানের প্রথম পক্ষের মেয়ে আরশি জাহানের সিউড়ির 5 নম্বর ওয়ার্ডের একটি জমি জবর দখল করছিলেন প্রতিবেশী গুড্ডু বিবি!

আর সেই ঘটনাকে কেন্দ্র করেই জাহানের সাথে বাকবিতণ্ডা বাঁধে তাঁর। প্রতিবেশীর বিরুদ্ধে যদিও ওই জমি আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সূত্রের খবর, গতকাল অর্থাৎ শুক্রবার ওই জমি মাপামাপির পর সেখানেই তৈরি হচ্ছিল নির্মাণ। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই দানা বাঁধে অশান্তি।

অভিযোগ, অশান্তি চলাকালীন প্রথমে প্রতিবেশীর গায়ে হাত তুলেছিলেন শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। এরপরই পাল্টা তেড়ে যান প্রতিবেশী মহিলাও। যেই দৃশ্য ইতিমধ্যেই সমাজ মাধ্যমে দাবানলের গতিতে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করিনি আমরা।

তবে ওই ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে, প্রতিবেশীকে উদোম পেটাচ্ছেন হাসিন। সূত্রের খবর, ভারতীয় ক্রিকেটারের প্রাক্তন স্ত্রীয়ের হাতে বেধড়ক পেটানি খাওয়ায় শেষ পর্যন্ত ওই মহিলাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে শামির প্রাক্তন স্ত্রীয়ের এমন কর্মকাণ্ডের খবর সমাজ মাধ্যমে ছড়াতেই, তারকা ভক্তদের অধিকাংশেরই প্রশ্ন, প্রাক্তন স্ত্রীয়ের এমন কাজের সাথে কেন বারংবার শামির নাম জড়ানো হচ্ছে?

অবশ্যই পড়ুন: স্টারলিংকের পরিষেবা শুরুর আগেই ভারতীয়দের বড় উপহার দিলেন মাস্ক! দাম কমল সাবস্ক্রিপশনের

উল্লেখ্য, প্রতিবেশীর সাথে জমি বিবাদ নিয়ে ধস্তাধস্তির ঘটনায় হাসিন জাহানকেই কাঠগড়ায় তুলেছেন সিউড়ির 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী ফরজুদ্দিন। ওই কাউন্সিলরের বক্তব্য, আমার মনে হয় হাসিন জাহানের মানসিক সমস্যা রয়েছে। না হলে এমন পাগলামি কে করে? এদিন এ কথা বলতে বলতেই, পুরনো কাসুন্দি ঘেঁটে কাউন্সিলর ফরজুদ্দিন বলেন, মাথা খারাপ না হলে কেউ কী আর নিজের মা, বাবা, বোন এমনকি স্বামীর নামে কেস করে!

Leave a Comment