সিকিমে নতুন ২টি পর্যটন কেন্দ্রের খোঁজ

সহেলি মিত্র, কলকাতাঃ পাহাড় প্রেমীদের কাছে সিকিমের মাহাত্ম্যই আলাদা। যারা পাহাড় ঘুরতে ভালোবাসেন তাঁরা জীবনে সিকিম একবার না একবার নিশ্চয়ই গিয়ে থাকবেন। সিকিম হল এমন এক রাজ্য যেখানে আপনি একের পর এক বৌদ্ধ মঠ, প্রাকৃতিক সৌন্দর্য দেখার সৌভাগ্য লাভ করবেন। এখানে এলে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। গ্যাংটক, লাচেন, লাচুং, নাথুলা পাস, ছাঙ্গু লেক, ইয়ামথাং ভ্যালি সহ আরও কত জায়গা আছে যেখানে গেলে আপনি আর সেখান থেকে ফিরে আসতে চাইবেন না। কিন্তু এখানেই শেষ নয়, সিকিমের এবার আরও নতুন দুটি পর্যটন কেন্দ্রের কথা তুলে ধরা হল। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

সিকিমের নতুন দুটি পর্যটন কেন্দ্র

আজ সিকিমের যে দুটি পর্যটন কেন্দ্রের নাম বলা হবে সেগুলি সম্পর্কে পাহাড় প্রেমীরা শুনেছেন কিনা সন্দেহ। এমনিতে সারাবছরই সিকিমে পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো থাকে। তবে পর্যটন ব্যবসাকে আরও শক্তিশালী করতে সরকারের সামনে আরও দুটি নতুন পর্যটন কেন্দ্র তুলে ধরা হল পর্যটকদের কাছে। মূলত পর্যটন মেলায় এই দুটি জায়গা সম্পর্কে সকলকে জানানো হয়।

আরও পড়ুনঃ দার্জিলিং অতীত, বর্ষায় কম খরচে ঘুরে আসুন কাছের এই ৭ জায়গা থেকে

জানা গিয়েছে, বৃহস্পতিবার থেকে সায়েন্স সিটি সংলগ্ন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে ভ্রমণ মেলা শুরু হয়েছে। এই মেলায় সিকিম পর্যটন দফতরের তরফে দক্ষিণ সিকিমের ইয়াঙ্গাং এবং পশ্চিম সিকিমের সোরেং নামে দু’টি নতুন পর্যটন কেন্দ্র সামনে আনা হয়। পাশাপাশি, এ দিন ওই দু’টি এলাকার পর্যটনের সুবিধাবিস্তারিত ভাবে জানাতে একটি আলোচনাসভারও আয়োজন করা হয়েছিল। অংশ নেন সিকিম বিধানসভার ডেপুটি স্পিকার রাজকুমারী থাপা এবংসোরেংয়ের বিধায়ক আদিত্য গোলে।

কী বলছে সরকার?

এ দিন আলোচনাসভায় আদিত্য গোলে বলেন, ‘‘সিকিমের নতুন দু’টি জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ। দার্জিলিঙের সঙ্গে যোগাযোগের একাধিক রাস্তাও রয়েছে। পাশাপাশি একাধিক বিকল্প রাস্তা তৈরি হচ্ছে। দু’টি স্থানেই পর্যটকদের জন্য স্থানীয় সংস্কৃতির পাশাপাশি গ্রামীণ সিকিম দেখার সুযোগ থাকছে। তৈরি হয়েছে একাধিক হোম-স্টে। আমাদের আশা, পর্যটকেরা সেখানে গেলে হতাশহবেন না।’’ সোরেং জেলায় একের পর এক প্রোজেক্টের কাজ শুরু হয়েছে বলে সম্প্রতি জানিয়েছিলেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং।

Leave a Comment