সিগারেট, তামাকের উপর আরও বাড়বে ট্যাক্স? খবর আসতেই ITC-র শেয়ারে পতন

GST On Tobacco 40 percent ITC Share price Decreased by over 2 percent

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন GST ব্যবস্থায় পকেটে টান পড়বে তামাক সেবনকারীদের। ইতিমধ্যেই GST কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, সিগারেট এবং তামাক জাতীয় পণ্যের উপর 40 শতাংশ কর আরোপ করা হবে(GST On Tobacco)।

রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকার তামাক এবং তামাক সম্পর্কিত পণ্যের উপর 40 শতাংশ GST সহ অতিরিক্ত শুল্ক বসানোর পরিকল্পনা করছে। তাছাড়াও ক্ষতিপূরণ সেসও বাতিল হওয়ার পথে। এমতাবস্তায়, উদ্বেগ বেড়েছে ITC সহ সিগারেট এবং গুটকা উৎপাদনকারী সংস্থাগুলির। শুধু তাই নয়, তামাকজাত দ্রব্যের মূল্য বৃদ্ধির খবরে ইতিমধ্যেই ITC-র শেয়ারের মূল্য এক শতাংশেরও বেশি কমেছে।

তামাকজাত পণ্যের উপর বর্তমান করের হার কত?

বুধবার GST কাউন্সিলের বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়ে দেন, এবার থেকে GST-র মাত্র দুটি স্ল্যাব থাকবে। GST ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার কারণে 12 শতাংশ এবং 28 শতাংশের স্ল্যাব তুলে নেওয়া হচ্ছে। যার জেরে, পনির, মাখন, রুটি সহ সাবান, শ্যাম্পু, তেলের পাশাপাশি একাধিক নিত্য প্রয়োজনীয় দ্রব্য এমনকি ছোট গাড়ির দামও কমছে।

সবশেষে অর্থমন্ত্রী উল্লেখ করেন, কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র 40 শতাংশ কর চাপানো হবে। যেই তালিকায় রয়েছে, সমস্ত ধরনের সিগারেট, তামাক জাতীয় দ্রব্য, গুটকা, জর্দা ইত্যাদি। আর এরপর থেকেই চিন্তায় পড়ে গিয়েছেন তামাক সেবনকারী ব্যক্তিরা। উদ্বেগ বেড়েছে উৎপাদনকারী সংস্থাগুলিরও। বলে রাখি, বর্তমানে সিগারেট সহ বিভিন্ন তামাকজাত দ্রব্যের উপর সরকারি GST 28 শতাংশ। সেই সাথে এতে সেস অন্তর্ভুক্ত রয়েছে। জানা গিয়েছে এই হার, আগামী ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আর তারপরই এই তামাকজাতক দ্রব্য গুলির উপর মোটা কর আরোপ করবে সরকার।

সেসের মেয়াদ শেষ হলেই বাড়বে অতিরিক্ত করের পরিমাণ

সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় GST কাউন্সিলের কয়েকজন সরকারি কর্মকর্তা নাকি জানিয়েছেন, সেসের মেয়াদ পূর্ণ হয়ে গেলেই সিগারেট সহ তামাকজাত পণ্যগুলির উপর মোটা শুল্ক চাপাবে কেন্দ্র। যেখানে বর্তমানে এই তামাকজাত দ্রব্য গুলির উপর মোট কর 52 থেকে 88 শতাংশের মধ্যে।

অবশ্যই পড়ুন: হিন্দুদের উপর অত্যাচার বাড়ছে বাংলাদেশে! ইউনূসের ব্যর্থতার প্রতিধ্বনি ব্রিটেনের সংসদে

ITC সহ তামাকজাত দ্রব্য উৎপাদনকারী সংস্থাগুলির শেয়ারে ধাক্কা

জানা যাচ্ছে, GST ব্যবস্থায় ব্যাপক বদল আসার পরই তামাক এবং তামাকজাত দ্রব্যের উপর GST সহ অতিরিক্ত সরকারি শুল্ক চাপানোর খবর প্রকাশ্যে আসতেই ইন্ডিয়ান টোবাকো কোম্পানি সহ একাধিক তামাকজাত দ্রব্য উৎপাদনকারী সংস্থার শেয়ার বেশ ধাক্কা খেয়েছে। শুক্রবারের শুরুতে GST কাউন্সিল বর্তমান হার বজায় রাখার কারণে ITC এবং অন্যান্য সিগারেট উৎপাদনকারী কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছিল। তবে এই মুহূর্তে সরকারি কর্মকর্তাদের বিবৃতিতে বিনিয়োগকারীদের উদ্বেগ বেড়েছে। আর তাতেই কমেছে শেয়ারের দাম। রিপোর্ট অনুযায়ী, আজ শেষবারের মতো ITC সহ বেশ কয়েকটি সিগারেট উৎপাদনকারী কোম্পানির শেয়ারের দাম 2 শতাংশ বা তার বেশি পড়েছে।

Leave a Comment