বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের শেষ ম্যাচ জিতেছে ভারত। তাতে সবচেয়ে বড় অবদান দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির। এদিন অবশ্য কিছু রানের জন্য সেঞ্চুরি ফসকেছে বিরাটের। তবে বন্ধু রোহিত কিন্তু অ্যাডিলেডের 73 রানের পর শেষ ওয়ানডেতে একদিনের কেরিয়ারের 33 তম সেঞ্চুরি গড়লেন। আর সেই সূত্রেই একসাথে একাধিক রেকর্ড নিজের নামে তুললেন হিটম্যান (Rohit Sharma New Records)।
সিডনিতে সেঞ্চুরি করে বড় রেকর্ড রোহিতের
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করে সিডনির ম্যাচ দখল করেছেন রোহিতরা। এদিন প্রতিপক্ষের 125 বলের জবাবে 13টি চার এবং 3টি ছয় সহযোগ 121 রানের অনবদ্য ইনিংস খেলেন শর্মা। আর সেই সূত্রেই, ওয়ানডে কেরিয়ারের 33 তম শতরান করেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের ম্যাচে সর্বোচ্চ রান করা ভারতের দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে উঠলেন বিরাট সতীর্থ।
বলে রাখি, এখনও পর্যন্ত একদিনের সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে মোট আড়াই হাজার রান করেছেন রোহিত শর্মা। যদিও অজিদের বিরুদ্ধে সর্বোচ্চ রান করার তালিকায় ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। বলে রাখি, অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে 71টি ওয়ানডে ম্যাচ খেলে মোট 3,077 রান করেছিলেন সচিন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, শেষ ওয়ানডেতে সেঞ্চুরি গড়ে সচিন তেন্ডুলকর, বিরাট কোহলির পর আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ভারতীয় ক্রিকেটার হয়ে উঠলেন হিটম্যান। তাঁর শত রানের সংখ্যা 50।
অবশ্যই পড়ুন: শত অপবাদের মুখাগ্নি! ৯ উইকেটে অস্ট্রেলিয়াকে উড়িয়ে ভারতকে জয়ের স্বাদ দিল রোহিত, বিরাট
ফিল্ডিং করেও বড় রেকর্ড রোহিতের
একদিনের ক্রিকেটে সেঞ্চুরি গড়ে বড় কীর্তির পাশাপাশি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডের হাত ধরেই 50 ওভারের ক্রিকেটে 100টি ক্যাচ ধরার রেকর্ড গড়েছেন রোহিত শর্মা। তবে শর্মা ছাড়াও, আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে মোট 164টি ক্যাচ ধরার রেকর্ড রয়েছে বিরাট কোহলির। এছাড়াও মহম্মদ আজহারউদ্দিন 156, সচিন তেন্ডুলকর 140, রাহুল দ্রাবিড় 124 এবং সুরেশ রায়না 102টি ক্যাচ ধরে একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ ধরা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় রয়েছেন।