সিভিক ভলান্টিয়ারকে পিষে দিল ট্রাক! মর্মান্তিক দুর্ঘটনা শিলিগুড়িতে

siliguri civic volunteer killed in accident

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের বেপরোয়া গতির বলি! জাতীয় সড়কে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় মৃত্যু হল শিলিগুড়ির (Siliguri) এক সিভিক ভলেন্টিয়ারের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি – জলপাইগুড়ি জাতীয় সড়কের ফাটাপুকুর এলাকার টোল প্লাজায়। মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মনোতোষ রায়। বাড়ি পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের চান্দার বাড়ি এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। শুরু হয়েছে তদন্ত।

ঘটনাটি কী?

স্থানীয় রিপোর্ট সূত্রে জানা গিয়েছে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাত দশটা নাগাদ জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ি অভিমুখী একটি বড় ট্রাক আসছিল। সেই সময় ট্রাফিকের ডিউটিতে ছিলেন মনোতোষ রায় নামে এক সিভিক ভলান্টিয়ার। প্রতিদিনের মতোই নিয়ম মাফিক নিজের জায়গায় ডিউটি করছিলেন সিভিক ভলেন্টিয়ার মনোতোষ রায়। এমন সময় রাত দশটা নাগাদ জলপাইগুড়ির দিক থেকে শিলিগুড়ি অভিমুখী একটি বড় ট্রাক সজোরে আসছিল। বারংবার সতর্ক করা সত্ত্বেও ট্রাফিক বিধি না মেনে গাড়িটি তীব্র গতিতে কর্তব্যরত সেই ট্রাফিক সিভিক ভলান্টিয়ারের দিকে এগিয়ে আসে এবং ধাক্কা মারে বলে অভিযোগ।

শোকের ছায়া নেমে এসেছে পরিবারে

ট্রাফিক সিভিক ভলেন্টিয়ারকে রক্তাত্ব অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু শেষ চেষ্টা করেও কিছু হয়নি। সেখানেই তাঁর মৃত্যু হয়। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে ট্রাকটি পুলিশ আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে, ওই সিভিক ভলান্টিয়ারের আকস্মিক মৃত্যুর ঘটনায় গোটা পরিবারসহ পুলিশ ও সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: চতুর্থীতেই কলকাতায় অমিত শাহ, ২টো পুজো উদ্বোধনের পাশাপাশি কালীঘাট মন্দির দর্শন

উল্লেখ্য, কিছুদিন আগে শ্রীরামপুরের পিয়ারাপুরের কাছে দিল্লি রোডে বেপরোয়া গতির বলি হতে হয়েছিল ট্রাফিক কর্মী সরোজকুমার দাসকে। কলকাতার দিক থেকে আসা একটি গাড়ি বর্ধমানের দিকে প্রচণ্ড গতিতে যাচ্ছিল। সেই সময় সজোরে ধাক্কা মারে সরোজ কুমারকে। এরপর ঘটনাস্থল থেকে সরোজকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তড়িঘড়ি পাঠানো হয় শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পরে সেখান থেকে অবস্থা বেশ গুরুতর দেখে কলকাতায় নিয়ে আসা হয়েছে তাঁকে। কিন্তু শেষ রক্ষা হয়নি, মৃত্যু হয় তাঁর।

Leave a Comment