সিলেটে হিন্দু শিক্ষকের বাড়িতে লাগানো হল আগুন, বাংলাদেশে ফের আক্রান্ত সনাতনীরা

Bangladeshi Hindus

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলাদেশে দিনের প্রধান সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বাড়ছে উদ্বেগ। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এক হিন্দু (Bangladeshi Hindus) শিক্ষকের বাড়িতে এবার আগুন ধরে দেওয়ার অভিযোগ ঘিরে ছড়িয়েছে আতঙ্ক। ওপার বাংলার সংবাদমাধ্যম অনুযায়ী, গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের বাহোর গ্রামে স্থানীয় একজন দুষ্কৃতী বীরেন্দ্র কুমার দে নামক এক হিন্দু শিক্ষকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পেশায় শিক্ষক বীরেন্দ্র বাবু এলাকায় ঝুনু স্যার নামেই পরিচিত। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় পরিবারের কেউ আহত হয়নি। কিন্তু গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আতঙ্কে গোটা পরিবার

এই ঘটনার পর পুলিশ এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। যদিও এখনও পর্যন্ত হামলার কারণ বা দোষীদের পরিচয় স্পষ্ট আসেনি। স্থানীয় সূত্র অনুযায়ী খবর, ঘটনার পর থেকে ওই পরিবার নিরাপত্তার অভাবে ভুগছে। সংখ্যালঘু সমাজের একাংশের অভিযোগ, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে বসবাসকারী হিন্দুরা ন্যায় বিচারের আশা দিনের পর দিন হারাচ্ছে।

প্রসঙ্গত, এর আগেও চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় একাধিক হিন্দু পরিবারের বাড়িতে আগুন ধরানোর ঘটনার সামনে এসেছিল। আর সেই সমস্ত ঘটনায় পুলিশ রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তুলেছিল বিরোধী দলগুলির উপর। তবে রাজনৈতিক দোষারোপের মাঝে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। বিশেষ করে সংখ্যালঘুরা। এমনটাই মত মানবাধিকার সংগঠনগুলির।

আরও পড়ুন: অপারেশন সিঁদুরে খতম একাধিক সন্ত্রাসী ঘাঁটি, জঙ্গি! স্বীকারোক্তি লস্কর-ই-তইবার শীর্ষ নেতার

চলতি মাসে একের পরে খুনের অভিযোগ

পরিসংখ্যান অনুযায়ী, ২ জানুয়ারি থেকে এখনও পর্যন্ত বাংলাদেশে অন্তত আট থেকে নয় জন হিন্দু নাগরিক খুন হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা হল ১২ জানুয়ারি ফেনীতে ২৮ বছরের অটোচালক সমীর কুমার দাসের খুন, ১০ জানুয়ারি সিলেটে জয় মহাপাত্রকে হত্যা, ৫ জানুয়ারি যশোরে সাংবাদিক ও ব্যবসায়ী রানা প্রতাপ বৈরাগীকে গুলি করে খুন। এমনকি নরসিংদীতে মুদি দোকানে খুন হয়েছিলেন শরৎ চক্রবর্তী মণি। আর দীপু দাসের হত্যাকাণ্ড তো নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment