প্রীতি পোদ্দার, কলকাতা: এবার বিজেপির রাজ্য সভার নয়া সভাপতি হবেন সাংসদ শমীক ভট্টাচার্য! আর মেয়াদ বাড়ছে না বালুরঘাটের BJP সাংসদ সুকান্ত মজুমদারের! এমনই জল্পনা উঠল বিরোধী দলের অন্দরে। কিন্তু আসল ফলাফল কী হবে তা শুধু একজন সময়ের অপেক্ষা। গত বছরেই সুকান্ত মজুমদারের মেয়াদ শেষ হয়েছে। অবশেষে দীর্ঘ একবছর ধরে জল্পনা চলার পর এবার বিজেপির রাজ্য সভাপতি মনোনিত হতে চলেছে।
দিল্লিতে পাড়ি শমীকের
রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য গত সোমবার সকালেই কলকাতা থেকে দিল্লি যান। ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা গিয়েছে তিনি একটি সংসদীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গিয়েছেন। পরে খবর মেলে যে, সন্ধ্যায় নড্ডার বাসভবনেও শমীক আমন্ত্রণ পেয়েছেন।
কিন্তু সেই আমন্ত্রণ কোন কারণে করা হয়েছিল তা নিয়ে কোন কিছুই স্পষ্ট ছিল না। দলের কোনো এক সূত্র দাবি করেছিল যে, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ভারতের অবস্থান নিয়ে যাঁরা বিদেশে গিয়েছিলেন, তাঁদেরকে বাড়িতে ডেকেছেন নড্ডা।
অবশেষে বঙ্গ বিজেপিতে নয়া সভাপতি
এদিকে কারও কারও ব্যাখ্যা, বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা হিসেবে রবিশঙ্কর প্রসাদ এবং শমীক ভট্টাচার্যকে নড্ডার বাসভবনে ডাকা হয়েছিল। তবে সবটাই জল্পনা। নড্ডার বাড়িতে ওই প্রতিনিধিদলের সদস্যেরা আমন্ত্রণ পাওয়ার ‘আসল’ কারণ তখনও জানা যায়নি।
এদিকে গত শনিবার, বুথ সশক্তিকরণ অভিযান’ সংক্রান্ত একটি ভার্চুয়াল বৈঠকে বঙ্গ বিজেপির পরবর্তী মেয়াদের সভাপতি নির্বাচনের নির্ঘণ্ট জানানো হয়েছিল। জানা গিয়েছিল যে আজ অর্থাৎ ২ জুলাই বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের জন্য মনোনয়ন পেশ এবং ৩ জুলাই সভাপতির নাম ঘোষণা ও ‘সভাপতি বরণ’ অনুষ্ঠান হবে।
শুভেন্দুর সঙ্গে বন্ধুত্বই শমীকের উন্নতির কারণ!
কেন্দ্রীয় নেতৃত্ব আগেই ঘোষণা করেছিল যে, বঙ্গ বিজেপির জন্য রবিশঙ্কর প্রসাদকে ‘নির্বাচনী আধিকারিক’ হিসেবে নিয়োগ করা হচ্ছে। রবিশঙ্কর কলকাতায় এসে রাজ্য সভাপতি পদপ্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ করবেন এবং নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবেন বলেও জানানো হয়েছিল। আর এই আবহে বঙ্গ বিজেপির আরও এক প্রতিনিধি শমীক ভট্টাচার্যের নাম আরও জোরালো হচ্ছে। যদিও এই নাম জোরালোর পিছুনে শুভেন্দু অধিকারীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উঠে আসছে।
সুকান্ত মজুমদারকে পুনরায় সভাপতির দায়িত্ব
দিন কয়েক আগে বক্তৃতা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, দেশের ৫ সাংসদের মধ্যে শমীক ভট্টাচার্য নাম উচ্চারিত হয়। আর এই আবহে জেপি নাড্ডার সঙ্গে শমীকের সাক্ষাৎ বঙ্গ বিজেপি সভাপতি জল্পনায় বাড়তি মাত্রা যোগ করেছে। এদিকে অনেকে ধারনা করছেন, হয়তো শমীক ভট্টাচার্যই সুকান্ত পরবর্তী সম্ভাব্য রাজ্য সভাপতি।
অন্যদিকে আবার সুকান্ত মজুমদারকে পুনরায় সভাপতি রেখে দেওয়ার পক্ষেও সওয়াল করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কেউ কেউ। কারণ যেহেতু সামনেই ভোট, তাই আর নতুন মুখ এখনই চান না তাঁরা।
আরও পড়ুন: AIIMS থেকে ছুটি পেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তবে এখনই ফিরছেন না কলকাতায়
নির্বাচন নিয়ে জল্পনা
অন্যদিকে, রাজ্য সভাপতি নির্বাচনের পাশাপাশি একই সময়ে রাজ্যের ৪২ লোকসভা কেন্দ্রের প্রতিটি থেকে একজন করে জাতীয় পরিষদের সদস্য মনোনীত করা হবে। যদিও সেক্ষেত্রে দলীয় পদ্ধতি মেনে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। বরং মনোনয়নের মাধ্যমেই জাতীয় পরিষদের সদস্য চূড়ান্ত করা হবে। আর যদি নির্বাচনের প্রয়োজন হয় তাহলে আগামীকাল, বৃহস্পতিবার দুপুর বারোটায় নির্বাচন হবে। দলীয় নেতৃত্ব দফায় দফায় তা পর্যবেক্ষণ করছেন।
শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, আজ সভাপতির নির্বাচনের জন্য মনোনয়ন পর্ব চলবে দুপুর দু’টো থেকে বিকাল চারটে পর্যন্ত। এবং স্ক্রুটিনি চলবে বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত। এবং প্রত্যাহার করা যাবে পাঁচটা থেকে ছ’টা পর্যন্ত। মনোনয়নপত্র পরীক্ষার পর সন্ধে ছটায় প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। গোটা বাংলা তাই তাকিয়ে আছে যে ছাব্বিশের ভোটের আগে বঙ্গ বিজেপি কার কাঁধে ভর দিয়ে সিংহাসনের লড়াই করবে।