সুখবর কর্মীদের জন্য, বাজেটের আগেই বাড়তে পারে PF-র সুদের হার, কতটা?

PF Interest rate

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই EPFO গ্রাহকদের উপহার দিয়েই চলেছে সরকার। এবারও তার ব্যতিক্রম হবে না বলে মনে হচ্ছে। আসলে এবার ইপিএফ সুদের হার (PF Interest Rate) বৃদ্ধি করতে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে। বর্তমানে সদস্যরা ৮.২৫% সুদ পাচ্ছেন PF অ্যাকাউন্টের ওপর। তবে এবার এই হার বাজেটের আগেই বৃদ্ধি পেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

বাড়তে পারে PF-র সুদ?

শ্রমমন্ত্রক সূত্রে খবর, বর্তমানে ইপিএফে সুদের হার ৮.২৫ শতাংশ। তবে আগামী দিনে তা ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে হতে পারে ৮.৫০ শতাংশ। ২০২৬-২৭ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ হওয়ার দিনকয়েকের মধ্যেই এসংক্রান্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদ। যদিও শ্রমমন্ত্রকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু বলা হয়নি।

আরও পড়ুনঃ নতুন বছরে চরম ভোগান্তি, সরকারের এক সিদ্ধান্তে অনেকেই পাচ্ছেন না রেশন

জানা যাচ্ছে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই এব্যাপারে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকতে চলেছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সরকারি সূত্রের খবর, আগামী ২০ জানুয়ারি ইপিএফওর এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকেই ইপিএফের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা নিয়ে সুস্পষ্ট ইঙ্গিত মিলতে চলেছে। এই প্রসঙ্গে অছি পরিষদের সদস্য তথা শ্রমিক সংগঠন টিইউসিসির সাধারণ সম্পাদক এস পি তিওয়ারি বলেছেন, ‘ইপিএফ সুদের হার বৃদ্ধি নিয়ে আমরা ইতিপূর্বেই কেন্দ্রীয় মন্ত্রীর দ্বারস্থ হয়েছি। এবার তা বাড়ানো হলে দেশের শ্রমিক-কর্মচারীদের একটি বড় অংশই অত্যন্ত উপকৃত হবেন।’

আরও পড়ুনঃ পেনশন বৃদ্ধি, EPF-ESI এ বেতনের ঊর্ধ্বসীমা! ২০২৬-র বাজেটে হতে পারে একাধিক ঘোষণা

পিএফ আমানতের সুদের হার কীভাবে নির্ধারিত হয়?

পিএফ আমানতের সুদের হার নির্ধারণের প্রক্রিয়া সম্পর্কে, ইপিএফও প্রথমে সুদের হার সুপারিশ করে। এই সুপারিশ অনুমোদনের জন্য সিবিটির কাছে যায়। তারপর এটি চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়। সমস্ত অনুমোদন পাওয়ার পরে, সুদের হার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। এই সুদটি পিএফ গ্রাহকের অ্যাকাউন্টে জমা করা হয়। মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে আসন্ন সভায় পিএফ সুদের হার প্রায় ৮.৫০% রাখা হতে পারে।

পিএফ জমার সুদের হারের ইতিহাস

ফেব্রুয়ারি ২০২৫: সুদের হার ৮.২৫%-ই ছিল।
ফেব্রুয়ারি ২০২৪: EPFO ​​২০২৩-২৪ অর্থবর্ষের (FY24) জন্য সুদের হার ৮.২৫% বৃদ্ধি করেছে, যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
মার্চ ২০২৩: FY23-এর জন্য সুদের হার ৮.১৫%-এ উন্নীত করা হয়েছিল, যা FY22-এর ৮.১০% হারের চেয়ে বেশি।
মার্চ ২০২২: অর্থবছর ২০২২-এর জন্য সুদের হার ৮.১% নির্ধারণ করা হয়েছে, যা ১৯৭৭-৭৮ সালের পর সর্বনিম্ন (তখন সুদের হার ছিল ৮%)।
মার্চ ২০২০: ২০২০ অর্থবছরের জন্য সুদের হার ৮.৫% এ নামানো হয়, যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে, ২০১৯ সালে এটি ছিল ৮.৬৫%।

Leave a Comment