বিক্রম ব্যানার্জী, কলকাতা: একটানা ভারী বৃষ্টির কারণে মৃত্যু মিছিল উত্তর আফ্রিকার সুদানে (Landslides in Sudan)। ভূমিধসে দেশটির পশ্চিম প্রান্তের দারফুর এলাকায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। মৃত্যু হয়েছে কমপক্ষে 1,000 জনের। তবে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা গিয়েছে বলেই খবর।
আল জাজিরার রিপোর্ট অনুযায়ী, গত রবিবার সুদানের পশ্চিমের মারা পাহাড়ের এক গ্রামে প্রবল ধস নামে। যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন বহু মানুষ। ওই অঞ্চলের দায়িত্বে থাকা সুদানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন আর্মি গতকাল 1,000 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেই রাষ্ট্রপুঞ্জ ও অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলির কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। তবে প্রশ্ন, আদৌ মিলবে সহায়তা?
মৃতদেহ উদ্ধারের জন্য সাহায্য চেয়েছে সুদান লিবারেশন আর্মি
গৃহযুদ্ধ কবলিত সুদানের উত্তর দারফুর প্রদেশে দুই গোষ্ঠীর ভয়াবহ সংঘর্ষের আবহে প্রাণ বাঁচাতে মারা পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন বহু মানুষ। এমতাবস্থায়, গত রবিবার আচমকা, ওই পাহাড়ে ধস নামলে একটা গোটা গ্রাম কার্যত মাটিতে মিশে যায়। রিপোর্ট বলছে, ভয়াবহ বিপর্যয়ের কারণে মাটির নিচে চাপা পড়ে রয়েছে বহু নারী, পুরুষ এমনকি শিশুদের মৃতদেহ। এবার সেইসব মরদেহ উদ্ধারের জন্যই আন্তর্জাতিক গোষ্ঠীগুলির কাছে সাহায্যের আবেদন জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি।
গ্রামবাসীর মৃত্যুতে শোক প্রকাশ খার্তুমের সার্বভৌম পরিষদের
রিপোর্ট অনুযায়ী, রবিবারের ভয়াবহ ভূমিধসে 1,000 জনের মৃত্যুর খবর পেতেই মৃতদের প্রতি শোক প্রকাশ করেছে খার্তুমের ক্ষমতাসীন সার্বভৌম পরিষদ। খার্তুম থেকে আল জাজিরার এক প্রতিবেদক মহম্মদ ভাল জানিয়েছেন, ভূমিধসের কারণে যেসব মৃতদেহ মাটির নিচে চাপা পড়ে গিয়েছিস সেগুলি উদ্ধার করতে দীর্ঘ সময় লেগে যাবে।
ভাল আরও জানান, গৃহযুদ্ধের মাঝে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণ পৌঁছে দেওয়া যথেষ্ট কঠিন। ওই অঞ্চলগুলিতে গাড়ি নিয়ে যাওয়াটা যথেষ্ট সমস্যার, মূলত সে কারণেই অশান্ত সুদানের উত্তর দারফুর প্রদেশের মানুষজন পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আজ ধসের কারণে তাদের এমন পরিণতি হল।
অবশ্যই পড়ুন: E20 পেট্রোল নিয়ে করা মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট
প্রসঙ্গত, 2023 সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধের কারণে সুদানে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, খাবারের খোঁজে উত্তর দারফুর থেকে লক্ষ লক্ষ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসছেন। যদিও গৃহযুদ্ধে এখনও পর্যন্ত সুদানে ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে খবর সরকারিভাবে প্রকাশ্যে আসেনি। তবে আমেরিকার সরকারি হিসাব অনুযায়ী, গৃহযুদ্ধ কবলিত সুদানে দুই ভিন্ন গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে আজ পর্যন্ত দেড় লক্ষ মানুষ মারা গিয়েছেন। সংখ্যাটা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।