সুদূর মার্কিন মুলুকে বিয়ে সারলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী, পাত্র কে? জানুন পরিচয়

Tanusree Marriage

সহেলি মিত্র, কলকাতা: চুপিসারে বিয়ে করলেন বিখ্যাত টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী (Tanusree Chakraborty)। তাও কিনা বিদেশের মাটিতে।  না কোনওরকম লাল বেনারসি শাড়ি বা ভারি গয়নায় তাকে দেখা যায়নি, সুন্দর সাদা একটি লেহেঙ্গায় দেখা গিয়েছে অভিনেত্রীকে। তাহলে কি কোনও বিদেশীকে বিয়ে করলেন অভিনেত্রী? উত্তর হলো না।

বিয়ে করলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী

দীর্ঘদিনের বন্ধু এবং ব্যবসায়ী সুজিত বসুকে বিয়ে করে সকলকে চমকে দিয়েছেন অভিনেত্রী। যদিও বিয়ে কবে হয়েছে সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি। সামাজিক মাধ্যমে ইতিমধ্যে অভিনেত্রীর বিয়ের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। বিয়েতে তনুশ্রীকে ফুল-স্লিভ নেট লেহেঙ্গায় উজ্জ্বল ও অপরূপ সুন্দর দেখাচ্ছিল। লেহেঙ্গার সঙ্গে পান্নার গয়নার সেট এবং বাংলা ঐতিহ্যবাহী শাখা-পলাও ছিল। তার স্বামী সুজিত বসুকে একদম। ক্লাসিক কালো টাক্সিডোতে দেখা গিয়েছে। দম্পতি আংটি বদলের পাশাপাশি তনুশ্রীকে সিঁদুর দানও করছেন ব্যবসায়ী।

তনুশ্রী চক্রবর্তী কে?

২০১১ সালে ‘উড়ো চিঠি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রের মাধ্যমে পরিচিতি পান তনুশ্রী। পরবর্তীতে ‘বেডরুম’ (২০১২), ‘অভিষোপ্ত নাইটি’ (২০১৪), ‘উইন্ডো কানেকশনস’ (২০১৪), ‘বুনো হাঁস’ (২০১৪) এর মতো সিনেমা দিয়ে তিনি দর্শকদের মুগ্ধ করেন। এখন তাকে আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘ডিপ ফ্রিজ’ সিনেমায় দেখা যাচ্ছে। এই সিনেমা বর্তমানে বক্স অফিস কাঁপাচ্ছে।

অভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশনেও অভিনয় করেছেন। তিনি জি বাংলায় ‘সম্পূর্ণা’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন। রাজনীতিতেও হাত পাকিয়েছেন অভিনেত্রী।  ২০২১ সালে, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগদানের মাধ্যমে রাজনীতিতে পা রাখেন। তিনি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে শ্যামপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও ২১-এর ভোটে জিততে পারেননি তিনি।

তনুশ্রীর স্বামী কে?

এবার আসা যাক সুজিত বসুর ব্যাপারে। তনুশ্রীর স্বামী সুজিত বসু আটলান্টায় থাকেন। তিনি পেশায় একজন আইটি প্রযুক্তিবিদ। এই দম্পতি দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন, কিন্তু গত ৫ মাস ধরে তাদের সম্পর্ক আরও গভীর হয়েছে।

Leave a Comment