সুদ থেকেই আয় হবে ৪.৫ লাখ! বাম্পার স্কিম পোস্ট অফিসের

Post Office NCS Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: যারা বিনিয়োগে ঝুঁকি নিতে চান না এবং নির্দিষ্ট সময় পর মোটা অঙ্কের রিটার্ন খোঁজেন, তাদের জন্য পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম (Post Office NCS Scheme) হতে পারে দারুণ বিকল্প। হ্যাঁ, এই স্কিমে আপনার মূলধন সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এবং নির্দিষ্ট মেয়াদ শেষে গ্যারান্টি যুক্ত রিটার্ন পাবেন। সবথেকে বড় ব্যাপার, ভারত সরকারের গ্যারান্টি থাকায় এখানে বিনিয়োগ নিয়ে কোনওরকম অনিশ্চয়তা নেই। তবে আজ আমরা জানাবো, মাত্র ৫ বছরে এই স্কিম থেকে কীভাবে ৪.৫ লক্ষ টাকা আয় করা যায়, সেই সংক্রান্ত হিসাব।

কী এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট?

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট হল পোস্ট অফিস দ্বারা পরিচালিত একটি ছোট সঞ্চয় প্রকল্প। এই স্কিমের রিটার্ন বাজারে ওঠানামার উপর কোনও রকম ভাবে নির্ভর করে না, বরং সরকার আগেই সুদের হার নির্ধারণ করে রাখে। এই স্কিমের মেয়াদ পাঁচ বছর আর নূন্যতম ১০০০ টাকা বিনিয়োগ করা যায়। তবে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই। আর এখানে এককালীন বিনিয়োগ করতে হয়। এই কারণে মধ্যবিত্ত পরিবার বা অবসর পরিকল্পনার জন্য এটি সবথেকে জনপ্রিয়।

সুদের হার এবং রিটার্ন কত?

বর্তমান সময়ে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে সরকার ৭.৭% হারে বার্ষিক সুদ দিচ্ছে। ফলত, যদি কেউ এককালীন ১০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে, তাহলে সে পাঁচ বছরে মোট ১৪.৪৯ লক্ষ টাকা আয় করতে পারবে। অর্থাৎ, শুধুমাত্র সুদ থেকে আয় হবে ৪.৪৯ লক্ষ টাকা। এমনকি এই সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে যোগ হয়। ফলে মোট রিটার্ন আরও বাড়বে ছাড়া কমবে না।

আরও পড়ুন: ঘর থেকে টেনে এনে বেধড়ক মারধর, ওড়িশায় কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের

এদিকে এনসিএস স্কিমে বিনিয়োগের সবথেকে বড় আকর্ষণ হল— আয়কর আইনের ধারা ৮০সি অনুযায়ী এখানে বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়। এমনকি প্রতি বছর অর্জিত সুদ আবারও বিনিয়োগ হিসেবে ধরা হয়। ফলে সেটিও আবার কর ছাড়ের আওতায় আসে। কিন্তু মেয়াদ শেষে প্রাপ্ত মোট সুদের উপর কর প্রযোজ্য। তাই যারা ট্যাক্স প্ল্যানিং-এর পাশাপাশি নিরাপদ বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি দারুণ বিকল্প।

কারা এখানে বিনিয়োগ করতে পারবেন?

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে বিনিয়োগ করতে গেলে অবশ্যই ভারতীয় বাসিন্দা হতে হব। তবে এনআরআই, কোম্পানি, ট্রাস্ট বা এইচইউএফ কর্মীরা এখানে বিনিয়োগ করতে পারবে না। এমনকি ১০ বছর বা তার বেশি বয়সী শিশুরাও নিজের নামে এখানে বিনিয়োগ করতে পারে। পাশাপাশি একক বা যৌথ অ্যাকাউন্ট খোলার সুযোগ রয়েছে। আর প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিজের নামে বা অপ্রাপ্তবয়স্ক সন্তানের নামে অ্যাকাউন্ট খুলতে পারে।

আরও পড়ুন: মাথার দাম ছিল ১.০১ কোটি! হিডমার পর খতম শীর্ষ মাওবাদী নেতা গণেশ উইকে

তাই যদি আপনিও ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান এবং সুদ থেকে মোটা অংকের টাকা আয় করতে চান, তাহলে আজই বিনিয়োগ করুন পোস্ট অফিসের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে। হ্যাঁ, নিকটবর্তী কোনও পোস্ট অফিসে গিয়েই খুলে নিন এই স্কিমের অ্যাকাউন্ট আর ভবিষ্যৎকে সুরক্ষিত করে ফেলুন।

Leave a Comment