বিক্রম ব্যানার্জী, কলকাতা: আপাতত মাথার ছাদ হারিয়েছে ভারতীয় ফুটবল দল। তবে মানোলো মার্কেজ ইস্তফা দিতেই দক্ষ কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সেই মতোই দেওয়া হয়েছিল বিজ্ঞাপন।
জানা যায়, সেই বিজ্ঞাপন দেখেই দেশ-বিদেশের বহু নামজাদা মহারথী সুনীল ছেত্রীদের দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। জমা পড়েছে আবেদন পত্র।
তবে সবচেয়ে, উল্লেখযোগ্য বিষয়, ভারতীয় দলের দায়িত্ব নিতে আবেদন করেছিলেন বার্সেলোনার প্রাক্তন কোচ জাভি হার্নান্দেজও। তবে শোনা যাচ্ছে, তাঁকে সুনীল, লিস্টনদের দায়িত্ব দেবে না ফেডারেশন। কারণ কী?
এই কারণে জাভিকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে না ফেডারেশন
একাধিক রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন বার্সেলোনার প্রাক্তন কোচ জাভি। জানা যাচ্ছে, সুনীলদের দায়িত্ব নিতে নিজের ইমেল আইডি থেকে আবেদনপত্রও পাঠিয়েছেন ওই বিদেশি। কিন্তু পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে খরচ!
রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের কোচ হতে চেয়ে যে সকল আবেদনকারীরা আবেদন করেছিলেন তাদের মধ্যে জাভির নাম দেখতে পেয়ে একেবারে বিস্মিত হয়ে যান ফেডারেশনের টেকনিক্যাল কমিটির সদস্যরা। এ প্রসঙ্গে, টিম ডিরেক্টর সুব্রত পাল বলেছেন, আবেদনকারীদের মধ্যে জাভিও ছিলেন। তিনি নিজের ইমেল থেকে আবেদন করেছেন।
তবে ভারতীয় দলের কোচিং করতে চাইলেও তাঁকে নিয়ে বিশেষ ভাবছেনা ফেডারেশন। কারণটা অবশ্য খরচ। ফেডারেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, বার্সেলোনার প্রাক্তনীকে নিতে গেলে যে পরিমাণ টাকা খরচ হবে তাই এই মুহূর্তে বহন করা সম্ভব নয়।
তা না হলে, জাভির সাথে কথা বলে তাঁকে রাজি করিয়ে নেওয়া যেতই। তবে মূলত বিপুল খরচের কথা চিন্তা করেই পিছিয়ে আসতে হচ্ছে ফেডারেশনকে।
🚨 According to reports, Barcelona legend Xavi Hernández applied for the Indian football team’s head coach position but the AIFF rejected his candidature due to high financial demands. pic.twitter.com/eI3jdk5Gn7
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) July 25, 2025
অবশ্যই পড়ুন: মালদ্বীপে বন্দে মাতরম স্লোগান! হঠাৎ কেন ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে চাইছেন মইজ্জু?
উল্লেখ্য, বার্সেলোনার প্রাক্তনীকে নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই কারোরই। তাঁর দক্ষতা নিয়ে সন্দেহ রয়েছে এমন ফুটবল ভক্তের সংখ্যা খুবই কম। 2023 সালে স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনাকে জিতিয়েছিলেন এই জাভি। তাছাড়াও 2022-23 সিজনে দলটিকে লা লিগাও জেতান তিনি। জানা যায়, ভারতীয় ফুটবল সম্পর্কে ভালই খোঁজ খবর রাখেন জাভি। ইন্ডিয়ান সুপার লিগ সম্পর্কে তিনি ওয়াকিবহাল।