প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েক মাস কাটতে না কাটতেই আরও একবার বাঘের আক্রমণের (Tiger Attack) শিকার এক মৎস্যজীবী। নদীতে কাকড়া ধরতে গিয়েই জঙ্গলে আক্রমণ করে বাঘ। তবে বাঘে-মানুষে লড়াইয়ে এই যাত্রায় বেঁচে গিয়েছেন সোনু রাম ভক্তা নামে এক মৎস্যজীবী। এমনই চঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাথরপ্রতিমা ব্লকের জিপ্লোট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি কী?
স্থানীয় রিপোর্ট অনুযায়ী, গত বুধবার, সোনু রাম ভক্তা নামে এক মৎস্যজীবী নৌকা নিয়ে সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে ছিলেন। তাঁর সঙ্গে আরও ৪ জন ছিলেন। একসঙ্গে সকলে মিলে নৌকায় করে বেরিয়েছিলেন, কিন্তু আচমকাই কাঁকড়া ধরারর সময় হঠাৎ করে সোনু রামের উপর ঝাঁপিয়ে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। ভয় এবং আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছিল বাকী সকলে, কিন্তু তবুও হাল ছাড়েননি সোনু রাম, নিজের প্রাণ রক্ষার্থে শেষ পর্যন্ত চেষ্টা করে গিয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত বড় সাফল্য অর্জন করেছিলেন তিনি। অন্যান্য সহযোগীরা লোহার রড, সাবল নিয়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং শেষে মৃত্যুমুখ থেকে ফিরে আসেন সোনুরাম এবং সঙ্গীরা।
ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি মৎস্যজীবী
জানা গিয়েছে সোনু রাম ভক্তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লোট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায়। বাঘের হামলায় কোনরকমে নিজেদের প্রাণ বাঁচিয়ে এলাকা ছাড়তেই দেখা যায় সোনু রাম ভক্তা বেশ চোট পেয়েছেন। সঙ্গে সঙ্গে আহত অবস্থায় মৎস্যজীবীকে উদ্ধার করে স্থানীয়রা, এবং সরাসরি নিয়ে যান পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে আজ অর্থাৎ শনিবার সকালে ডায়মন্ড হারবার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন।
আরও পড়ুন: ২০২৭-র মার্চ থেকে শুরু, ডিজিটাল জনগণনার জন্য ১১ হাজার কোটি বরাদ্দ করল কেন্দ্র সরকার
প্রসঙ্গত, গত মাসে, নদীতে মাছ ও কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছিল সুন্দরবনের এক মৎস্যজীবীর। ঘটনাটি ঘটেছিল চামটা জঙ্গল সংলগ্ন এলাকায়। জানা যায় সুন্দরবনের নদীপথে মাছ ও কাঁকড়া ধরতে কয়েকজন সঙ্গীকে নিয়ে বার হয়েছিলেন বছর ৩০ এর শম্ভু সর্দার। কিন্তু হঠাৎই জঙ্গল থেকে বেরিয়ে আসে একটি বাঘ। পিছন দিক থেকে আক্রমণ করে শম্ভুকে টানতে শুরু করে জঙ্গলের দিকে। অন্য সঙ্গীরা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি আর রক্ষা পাননি। পরে জঙ্গল থেকে মৃতদেহটি উদ্ধার করেছিল পুলিশ।