সুপার কাপের মাঝেই মোহনবাগান শিবিরে খারাপ খবর

Super Cup 2025, Mohun Bagan Super Giant, Deepak Tangri,

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রথম ম্যাচ জিতেই সুপার কাপের (Super Cup 2025) শুরুটা একেবারে রাঙিয়ে দিয়েছে মোহনবাগান। আগামীকাল তারা মাঠে নামছে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে আটকে দেওয়া ডেম্পোকে টাইট দিতে। আর তার আগেই সবুজ মেরুন শিবিরে খারাপ খবর। গোয়ায় অনুশীলন করতে গিয়ে আচমকা চোট পেলেন বাগানের তারকা ফুটবলার দীপক টাংরি। এবার তা নিয়েই চিন্তিত কোচ হোসে মোলিনা।

কীভাবে চোট পেলেন দীপক?

জানা যাচ্ছে, সুপার কাপের দ্বিতীয় ম্যাচের আগে ভার্না পঞ্চায়েত গ্রাউন্ডের বৃষ্টি ভেজা খারাপ মাঠে অনুশীলন করতে নেমেছিল মোহনবাগান দল। আর সেখানেই পা পিছলে চোট পান দীপক। এদিন, চোটের পরই সতীর্থদের কোলে চেপে মাঠের বাইরে বেরিয়ে আসেন মোহনবাগানের মাঝমাঠের দাপুটে ফুটবল।

সূত্রের খবর, বাগান ফুটবলারের চোট কতটা গুরুতর তা জানা যাবে মঙ্গলবার। তবে সমস্ত স্ক্যান পর্বের আগে গোয়ায় অনুশীলন মাঠ নিয়ে অভিযোগ তুলেছেন সবুজ মেরুন কোচ। একই সাথে সতীর্থর চোট এবং খারাপ ময়দানের কারণে উদ্বিগ্ন অধিনায়ক শুভাশিস বসুও। বলা বাহুল্য, শনিবার বৃষ্টির কারণে ম্যাচের প্রথম দিকে সমস্যায় পড়েছিল মোহনবাগান। এবার সেই মাঠই বাগান শিবিরের চিন্তা বাড়ালো। না বললেই নয়, সুপার কাপের প্রত্যেকটি ম্যাচ এই মাঠেই খেলবে মোলিনার দল।

প্রতিপক্ষকে হালকা ভাবে নিচ্ছেন না মোলিনা

আগামী, 31 অক্টোবর ফের ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কলকাতা ডার্বিতে নামবে মোহনবাগান। আর তার আগে নিজেদের অবস্থান শক্ত করতে মঙ্গলবার প্রতিপক্ষ ডেম্পোকে হারাতে হবে তাদের। যদিও বড় দল বাগানের বিরুদ্ধে খেলতে নামার আগে ইস্টবেঙ্গলের মতো শক্তিশালী ISL দলকে আটকে দেওয়ায় যথেষ্ট আত্মবিশ্বাসী ডেম্পোর ছেলেরা। এদিকে মোহনবাগান কোচও প্রতিপক্ষকে একেবারেই হালকা ভাবে নিচ্ছেন না।

সবুজ মেরুন কোচের কথায়, ‘ওরা ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে। কাজেই আগামীর ম্যাচ আমাদের জন্য সহজ তো নয়ই বরং কঠিন হতে চলেছে।’ এক কথায় সুপার কাপের শুরুতেই চেননাইয়িন এফসির মতো শক্তিশালী দলকে হারিয়েও এখনই উচ্ছ্বাস দেখাতে চাইছেন না মোহনবাগানের হেডস্যার। তিনি মূলত দলকে মাঠে নামিয়ে কাজে করে দেখাতে বিশ্বাসী।

অবশ্যই পড়ুন: পলাতক জাকির নায়েকের বাংলাদেশ সফর, জামাই আদার করবে ইউনূস সরকার

উল্লেখ্য, গত IFA শিল্ডের ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। এরপরই সুপার কাপে পা রেখেই চেন্নাইয়িন এফসিকে 2-0 গোলে উড়িয়ে দিয়েছে তারা। কাজেই আগামীকাল যদি ডেম্পোকে বড় ব্যবধানে হারিয়ে দেয় শুভাশিসের দল, সেক্ষেত্রে আসন্ন 31 অক্টোবর অনেকটাই এগিয়ে থেকেই ডার্বিতে লাল হলুদের মুখোমুখি হবে তারা।

Leave a Comment