সুপার কাপের সেমিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও পাঞ্জাব, কবে-কোথায় দেখবেন ম্যাচ?

East Bengal Vs Punjab FC super cup semi final match live streaming-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ গোলশূন্য ড্র করেই সুপার কাপ সেমিফাইনালের আসন পাকা করে নিয়েছিল ইস্টবেঙ্গল। তবে চিন্তা ছিল শেষ চারের লড়াইয়ে প্রতিপক্ষ কে হবে তা নিয়ে। যদিও সেই চিন্তা কেটেছে বহু আগেই। সেমির মঞ্চে লাল হলুদের মুখ দেখবে পাঞ্জাব এফসি (East Bengal Vs Punjab FC)। সেই মতোই শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে দুই দল। একদিকে বাংলার ঐতিহ্যবাহী দল ইস্টবেঙ্গলের লক্ষ্য পাঞ্জাবকে গুঁড়িয়ে দিয়ে সুপার কাপের মহামঞ্চে জায়গা করা। অন্যদিকে ভিন রাজ্যের দলটি চাইবে লাল হলুদের সামনে নিজেদের ক্ষমতা দেখিয়ে ফাইনালে উঠতে।

কবে, কোথায় গড়াবে ম্যাচ?

সুপার কাপের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 4 ডিসেম্বর, বৃহস্পতিবার লাল হলুদের আপত্তি সত্ত্বেও গোয়ার ফাতোরদা স্টেডিয়ামেই অনুষ্ঠিত হতে চলেছে ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসির দুর্ধর্ষ ম্যাচ। সূচি অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর 4 টেতেই বল পায়ে মাঠে নেমে পড়বে দুই দল। এই ম্যাচ শেষ হলে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ গড়াবে আজ সন্ধ্যা 8টা থেকে। এই আসরে মুখোমুখি হবে এফসি গোয়া এবং মুম্বই সিটি এফসি। ইস্টবেঙ্গল ম্যাচের মতোই এই সেমিফাইনালেও নজর থাকবে ফুটবল ভক্তদের।

কোথায় দেখবেন ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাবের ম্যাচ?

অফিসে কিংবা বাড়িতে বসে ইস্টবেঙ্গল বনাম পাঞ্জাব এফসি আজকের দুর্ধর্ষ সেমিফাইনাল ম্যাচটি দেখতে হলে নজর রাখতে হবে JioHotstar অ্যাপ এবং ওয়েবসাইটে। এই দুই জায়গা থেকেই আজকের ম্যাচের সরাসরি সম্প্রচার উপভোগ করতে পারবেন ফুটবল ভক্তরা। এছাড়াও টিভিতে এই ম্যাচ দেখতে হলে চোখ রাখতে হবে, স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এগুলি ছাড়াও বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সুপার কাপ ম্যাচ সরাসরি সম্প্রচার করে থাকে।

অবশ্যই পড়ুন: “আমার সম্মান নষ্ট হচ্ছে”! ট্রান্সফার মামলায় গড়িমসি নিয়ে AIFF-কে আইনি নোটিস আনোয়ারের

উল্লেখ্য, এবারের সুপার কাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব দুই দলই। দুজনের হাতেই সুযোগ রয়েছে সেমিফাইনালে ক্ষমতা দেখিয়ে মহামঞ্চে জায়গা করে নেওয়ার। বিগত দিনগুলিতে অনুশীলনের নিরিখে একে অপরকে পাল্লা দিয়েছে ভারতের এই দুই ঐতিহ্যবাহী দল। এখন দেখার, আজকের লড়াইয়ে কে কাকে টপকে ফাইনালে জায়গা করতে পারে। বলে রাখি, শেষবারের মতো গতবছরের ডিসেম্বরে ইন্ডিয়ান সুপার লিগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এবং পাঞ্জাব। সেখানে অবশ্য প্রতিপক্ষকে 4-2 গোলে বধ করেছিল ইস্টবেঙ্গল। সেভাবে দেখতে গেলে আজ প্রায় এক বছর পর একে অপরের মুখ দেখবে ভারতের এই দুই শক্তিশালী দল।

Leave a Comment