বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশীর ঘরে হয়েছে কোচ বদল। প্রধান কোচের পদ থেকে সাফল্যের কারিগর হোসে মোলিনাকে বিদায় দিয়েছে মোহনবাগান। শুভাশিস বসুদের হেডস্যার হয়েছেন ISL জয়ী সের্জিও লোবেরা। ঠিক সেই আবহে, সুপার কাপের সেমিফাইনালের জন্য বৃহস্পতিবার দুপুরে গোয়ার উদ্দেশ্যে রওনা দেয় ইস্টবেঙ্গল (East Bengal FC)। আগামী 4 ডিসেম্বর সুপার কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে পাঞ্জাব এফসি। তাই কলকাতায় শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে গোয়ায় পৌঁছলেন লাল হলুদ প্লেয়াররা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সেমির আগেই পুরোপুরি ফিট হয়ে অনুশীলনে ফিরলেন ইস্টবেঙ্গলের তুরুপের তাস।
সেমিফাইনালের আগেই স্বস্তিতে লাল হলুদ
সুপার কাপের সেমিফাইনাল। তাই বাড়তি কিছুটা চিন্তা থাকবেই। সু চিন্তা হোক বা দুশ্চিন্তা, সেগুলিকেই সঙ্গে নিয়েই বুধবার অন্তিম পর্বের অনুশীলন সেরে নিল লাল হলুদ। আর সেই অনুশীলনেই দেখা মিলল ইস্টবেঙ্গলের ভরসার কাঁধবলা ভাল তুরুপের তাস সল ক্রেসপোর। দক্ষ ফুটবলারের অনুশীলনে বেশ আত্মবিশ্বাসী প্রধান কোচ অস্কার ব্রুজো। এদিন অনুশীলন শেষ করে মাঠ ছাড়ার আগে ইস্টবেঙ্গলের কোচ একেবারে স্পষ্ট জানালেন, “শেষ অনুশীলনে দলকে অনেকটা পরিণত এবং প্রস্তুত মনে হচ্ছে। একসাথে নিয়মিত অনুশীলন করায় শক্তি অনেকটাই বাড়বে। তবে এই মুহূর্তে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়ার কোনও জায়গা নেই।”
বুধবার, অনুশীলন চলাকালীন দলকে দুটি ভাগে ভাগ করে একটি প্রস্তুতি ম্যাচও খেলালেন অস্কার। সেখানে একেবারে দাপাদাপি করতে দেখা গেল ক্রসপোকে। মাঠে দেখা মিলল মিগুয়েলেরও। সব মিলিয়ে প্রতিপক্ষ পাঞ্জাবের বিরুদ্ধে সেমির মঞ্চে নামার আগে যথেষ্ট চাঙ্গা লাল হলুদ। এদিকে ইস্টবেঙ্গলের এমন জোরদার প্রস্তুতি দেখে স্বপ্ন বুনছেন সমর্থকরাও। আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দেওয়াই লক্ষ্য স্প্যানিশ কোচ অস্কারের।
অবশ্যই পড়ুন: দুর্ঘটনা বীমা নিয়ে যাত্রীদের মধ্যে বৈষম্য করছে রেল! জবাবদিহি চাইল সুপ্রিম কোর্ট
প্রসঙ্গত, এবারের সুপার কাপে একবারে দাপিয়ে খেলেছে ইস্টবেঙ্গল। শেষবারের মতো ডার্বিতে মোহনবাগানকে আটকে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। তবে সেখানকার প্রতিপক্ষ পাঞ্জাবের থেকে খাতায় কলমে অনেকটাই এগিয়ে রয়েছে লাল হলুদ। কিন্তু তা সত্ত্বেও প্রতিপক্ষকে সমীহ করছেন অস্কার। অতিরিক্ত আত্মবিশ্বাসী না হয়েই তিনি বললেন, “পাঞ্জাব খুব শক্তিশালী দল। ওদের ভাল প্লেয়ার আছে। সেমিফাইনালে একটা কঠিন লড়াই হবে। তবে আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি, সেটা যদি মাঠে কাজে লাগানো যায় তবে ট্রফি জয়ের সুযোগ থাকবে।”