সুযোগ পাবেন দুই মহারথী, ২০২৫ এশিয়া কাপে কেমন হবে টিম ইন্ডিয়ার ১৫ সদস্যের স্কোয়াড?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়া কাপ নিয়ে দীর্ঘ টালবাহানা কিছুটা কেটেছে। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা। আর এরপর থেকেই এশিয়া কাপ নিয়ে চিত্রটা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে।

বেশ কয়েকটি রিপোর্ট বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের অংশগ্রহণের পরই বৈঠকে এশিয়া কাপ নিয়ে বেশ কিছু চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে! কেননা, বৈঠকের পরই ACC প্রধান মহসিন নকভি সোশ্যাল মিডিয়ায় এশিয়া কাপের সূচি ঘোষণা করেন।

এরই মাঝে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা দাবি করেছিলেন, এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করতে পারবে না BCCI। এমতাবস্থায়, পাকিস্তানের সাথে ম্যাচ নিয়েও বেড়েছে জল্পনা। সেই কারণেই এবার প্রশ্ন উঠছে, এশিয়া কাপ হলে কোন একাদশ নিয়ে নামবে ভারত? কারা জায়গা পাবেন সেই একাদশে?

এশিয়া কাপে জায়গা পেতে পারেন এই প্লেয়াররা

ACC প্রধান মহসিন নকভির ঘোষণা অনুযায়ী, আগামী 9 সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। এর মাঝে আসন্ন 14 সেপ্টেম্বর ভারত বনাম পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। তবে এশিয়া কাপে ভারত যে নামছে, সে বিষয়টা কার্যত স্পষ্ট। মূলত সে কারণেই প্রশ্ন উঠছে এশিয়া কাপের 15 সদস্যের স্কোয়াড নিয়ে।

অবশ্যই পড়ুন: ব্যর্থতা নাকি অন্য কিছু! কেন KKR ছাড়লেন চন্দ্রকান্ত পন্ডিত?

বলে রাখি, ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে এশিয়া কাপের জন্য টিম ইন্ডিয়ার 15 সদস্যের স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি। তবে, News 24-এর প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের আগেই প্রায় ঠিক হয়ে গিয়েছে ভারতীয় টি-টোয়েন্টি দল।

হ্যাঁ, এবছর এশিয়া কাপ গড়াবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ফলে, টি-টোয়েন্টি দল নিয়েই আসরে নামবে ভারত। কিন্তু কারা থাকছেন সেই স্কোয়াডে? প্রতিবেদন অনুযায়ী, এশিয়া কাপের ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পাবেন, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, শুভমন গিল, তিলক বর্মা, সূর্য কুমার যাদব, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, জসপ্রীত বুমরাহ ও অর্শদদীপ সিং।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, মূলত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সহ অন্যান্য আন্তর্জাতিক স্তরে দুর্দান্ত পারফরমেন্সের কারণে এশিয়া কাপে সুযোগ পেতে পারেন শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। ( যা আগেই জানানো হয়েছে)

Leave a Comment