সৌভিক মুখার্জী, ভগবানপুর: গানের অনুষ্ঠানে ভরা মঞ্চে শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে (Lagnajita Chakraborty) হেনস্থার অভিযোগ। তাঁকে গান গাইতে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করছে বিজেপি। এমনকি তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে তাঁরা। কোনও মতে প্রাণ হাতে করে শিল্পীকে কলকাতায় ফিরতে হয়েছে বলে রিপোর্ট সূত্রের। জানা গিয়েছে, থানায় অভিযোগ দায়ের করেছিলেন গায়িকা। আর ঘটনায় মূল অভিযুক্ত মেহবুব মল্লিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাটি কী?
পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে লগ্নজিতাকে হেনস্থা করা হয়েছিল বলেই অভিযোগ। রবিবার সকালে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা সাংবাদিক বৈঠক করেছেন। তিনি দাবি করেন, লগ্নজিতা নিজেই অভিযোগ দায়ের করেছে যে তাঁকে শারীরিকভাবে হেনস্তা করা হয়েছে। শঙ্কুদেব বলেছেন, লগ্নজিতা জানিয়েছে, ৭ নম্বর গানটি ছিল ‘জাগো মা’। তবে তিনি যখন গানটি শুরু করেন তখন ওই ভদ্রলোক লোকজন নিয়ে মঞ্চে উঠে বলেন যে অনেক ‘জাগো মা’ হয়েছে, এবার সেকুলার গান গা। নাহলে ধরে পেটাবো। লগ্নজিতার দাবি, সেকুলার গানের সংজ্ঞা কী? কেন এমনভাবে আক্রমণ হল তাঁর উপর? এরপর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।
আরও পড়ুনঃ “মেসির মূর্তি পছন্দ হয়েছে, সমালোচকরা তো..” যুবভারতী কাণ্ডে মুখ খুললেন সুজিত বোস
তবে প্রথমে জিডি এন্ট্রি করতে চাননি ওসি শাহেনশাহ হক। চাপ দেওয়াতেই তিনি অভিযোগ দায়ের করেন। এমনকি কেন এফআইআর করা হবে না সে বিষয়ে প্রশ্ন তোলেন শঙ্কুদেব। এক কথায় বাধ্য হয়েই অভিযোগ দায়ের করেছেন ওসি। শাহেনশাহ হক বলেন, স্কুলে একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় ঝামেলা হয়েছে। অভিযোগ করেছে এবং তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মিঠুন কুমার দেব বলেছেন, স্কুলের মালিক অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পেশ করে তদন্ত চালানো হচ্ছে। ভগবানপুর থানার ওসির বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: ধর্মীয় অবমাননা নাকি শত্রুতা! কেন দীপু দাসকে বলি হতে হল? মুখ খুলল বাংলাদেশ পুলিশ
তবে এ বিষয়ে লগ্নজিতা এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া জানাননি বলেই খবর। কিন্তু শঙ্কুদেব পণ্ডা জানিয়েছেন, কলকাতায় ফিরেছেন লগ্নজিতা। এমনকি তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন, এবং অসুস্থ বোধ করছিলেন। থানায় তাঁকে অনেকক্ষণ বসে থাকতে হয়। তারপর অভিযোগ দায়ের করা হয়েছে। বাইরেও প্রায় ৫০০ জন লোক নিয়ে মেহবুব হাজির হন আর এফআইআর দায়ের করা হবে না বলেই হুঁশিয়ারি দেন। কিন্তু ওসি বিষয়টি মিটিয়ে নিতে বলেন।