শ্বেত মিত্র, কলকাতা: মধুচক্র চালানোর অভিযোগ উঠল এক জনপ্রিয় বাঙালি অভিনেত্রী অনুষ্কা মণি মোহন দাসের (Anushka Mani Mohan Das) বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এই অসাধু চক্র চালানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, ইতিমধ্যে পুলিশ অভিনেত্রী অনুষ্কা মণি মোহন দাসকে গ্রেফতার করেছে। গ্রেফতারের সময়, পুলিশ আরও দুই টিভি অভিনেত্রীকে এই র্যাকেটের কবল থেকে উদ্ধার করেছে।
কে এই অনুষ্কা মণি মোহন দাস?
বলা হচ্ছে যে অনুষ্কা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন এবং অভিনয় জগতের আড়ালে এই গোপন নেটওয়ার্কটি পরিচালনা করছিলেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক অনুষ্কা দাস কে, সেই সম্পর্কে? অনুষ্কা মনি মোহন দাস একজন সুপরিচিত অভিনেত্রী যিনি কিছু বাংলা সিনেমা এবং টিভি সিরিয়ালে কাজ করেছেন। ইনস্টাগ্রামে তার ১০৭,০০০ ফলোয়ার রয়েছে। যেখানে তিনি তার ডেইলি লাইফস্টাইলের আপডেট শেয়ার করে থাকেন। অনুষ্কা মহিমা চৌধুরীর কাছ থেকে সেরা অভিনেত্রী এবং মডেল পারফর্মার পুরস্কারও পেয়েছেন।
নিশ্চয়ই ভাবছেন যে এই অনুষ্কা মোহনের আসল পরিচয় কী? তাহলে জানিয়ে রাখি, অভিনেত্রী মানুষের কাছে মুন দাস নামেও পরিচিত। তিনি অনেক মিউজিক ভিডিও, বিজ্ঞাপন এবং বাংলা ছবি লোফারে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। জানলে অবাক হবেন, তিনি হানি সিং, মিকা সিং এবং উদিত নারায়ণের মতো গায়কদের সাথেও কাজ করেছেন।
অভিনেত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ
আসলে পুলিশ গোটা চক্রের পর্দাফাঁস করতে ফাঁদ পেতেছিল। পুলিশ দুজন ভুয়ো গ্রাহককে পাঠিয়েছিল যারা প্রথমে অভিযুক্ত মহিলার সাথে যোগাযোগ করেছিল। কথাবার্তার পর, অভিযুক্তরা বুধবার মুম্বাই-আহমেদাবাদ হাইওয়ের কাশিমিরার একটি মলে তাদের দেখা করার জন্য ডেকে পাঠায়। এরপর সেইসময়েই পুলিশ হাতেনাতে ধরে ফেলে ওই অভিনেত্রীকে বলে খবর। এই অভিযানে, পুলিশ টিভি সিরিয়াল এবং বাংলা সিনেমার সাথে যুক্ত দুই মহিলাকেও উদ্ধার করেছে। তাদের দুজনকেই নিরাপদে একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।