সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে অ্যানুয়াল FASTag পাস নিয়ে আলোচনার শেষ নেই। এসবের মাঝে আরও একটা বিষয় যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আর সেটা হল দিনরাত দেশের সেবার জন্য যারা নিয়োজিত অর্থাৎ সেনাবাহিনীর সদস্যদের কি যাতায়াতের ক্ষেত্রে কোনওরকম টোল (Toll Tax) দিতে হয়? বর্তমানে সামাজিক মাধ্যমে এরকম কিছু প্রশ্ন ঘোরাফেরা করছে। চলুন জেনে নেবেন উত্তর।
সেনা জওয়ানদের টোল ট্যাক্স দিতে হয়?
NHAI অনেক টোল প্লাজায় এমন একটি তালিকা তৈরি করেছে, যেখানে টোল ট্যাক্সে সম্পূর্ণ ছাড় পাওয়া ব্যক্তিদের নাম বা পদবী অন্তর্ভুক্ত রয়েছে। সেনাবাহিনীর কর্মীরাও এতে অন্তর্ভুক্ত। তবে এর জন্যও কিছু নিয়ম রয়েছে, যা কর্মীদের মেনে চলতে হবে। সেনা কর্মীদের সাধারণত তাদের ব্যক্তিগত যানবাহনে ছাড় দেওয়া হয় না। যদি কর্মীরা তাদের অফিসিয়াল কাজে যাচ্ছেন বা সেনাবাহিনীর গাড়িতে ভ্রমণ করছেন, তাহলে তাদের টোল ট্যাক্স দিতে হয় না।
এছাড়াও, যদি কর্মীদের ট্রানজিট পাস থাকে, তাহলে তারা টোল প্লাজায় তা দেখাতে পারবেন। এর জন্য, কর্মীদের টোলে তাদের পরিচয়পত্রও দেখাতে হতে পারে। কর্তব্যরত কর্মীদের বা যারা কোনও কাজের জন্য বাইরে আছেন তাদের টোল প্লাজায় থামানো যাবে না। যদি কোনও জওয়ান ব্যক্তিগত কাজে বাইরে যান এবং তার গাড়িতে ভ্রমণ করেন, তাহলে তিনি টোল থেকে ছাড় পান না। এই ক্ষেত্রে, জওয়ানের গাড়িতে FASTag স্টিকার লাগানো এবং টোল ট্যাক্স কাটা বাধ্যতামূলক। এই ক্ষেত্রে, টোল কর্মীদের সাথে তর্ক করলে জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।
টোল প্লাজায় দুর্ব্যবহারের অভিযোগ কোথায় করবেন?
মিরাটে এক জওয়ানকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে যদি আপনার সাথে টোল-এ এমন কিছু ঘটে, তাহলে আপনি NHAI-তে অভিযোগ করতে পারেন। আপনি ওয়েবসাইটে অথবা 1800116062 নম্বরে কল করে আপনার অভিযোগ দায়ের করতে পারেন। অভিযোগ সত্য প্রমাণিত হলে, টোল কর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।