সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন আইফোন কেনার স্বপ্ন দেখছেন? তাহলে আপনার জন্য রইল ধামাকাদার খবর। কারণ, এবার iPhone 16 Plus এর দাম অনেকটাই কমেছে। যে ফোনটির লঞ্চের সময় দাম শুরু হয়েছিল 79,990 টাকা থেকে, তাতে এবার অনেকটাই ছাড় মিলছে। আর এই এবার অফার আনলো রিলায়েন্স ডিজিটাল। কিন্তু কত টাকা ছাড় পাওয়া যাচ্ছে এই ফোনটিতে? বিস্তারিত জানুন আজকের প্রতিবেদনে।
কতটা সস্তা হল iPhone 16 Plus?
জানা যাচ্ছে, রিলায়েন্স ডিজিটালের অফিসিয়াল সাইটে iPhone 16 Plus ফোনটিকে এবার মাত্র 68,990 টাকায় তালিকাযুক্ত করা হয়েছে। অর্থাৎ, লঞ্চ থেকে প্রায় 20,910 টাকা কম। শুধু এখানেই শেষ নয়, যদি আপনি আইডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করেন, তাহলে আরও 4000 টাকা অতিরিক্ত ছাড় পাবেন। অর্থাৎ, সবমিলিয়ে ফোনটির দাম দাঁড়াচ্ছে মাত্র 64,990 টাকা, যা 2025 সালের জন্য সেরা ডিল হতে চলেছে।
কী ফিচার রয়েছে এই ফোনটিতে?
iPhone 16 Plus ফোনটির ফিচার নিয়ে যেতে কথা বলি, তাহলে এই ফোনটিতে পাওয়া যাবে—
- 6.7 ইঞ্চির একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটি ভিডিও দেখা থেকে শুরু করে গেমিং বা অন্যান্য যেকোনও কাজে সেরা পারফরম্যান্স দেবে।
- ফোনটিতে অ্যাপলের শক্তিশালী A18 প্রসেসর দেওয়া রয়েছে, যা দ্রুত পারফরমেন্স এবং ব্যাটারিকে ভালভাবে অপটিমাইজেশন করে।
- ফোনটির ক্যামেরাতেও রয়েছে চমক। কারণ, ফোনটিতে 48MP মেইন ক্যামেরা, 12MP আল্ট্রা-ওয়াইড এবং 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে।
- ফোনটিতে মজবুত ডিজাইনের পাশাপাশি IP68 রেটিং দেওয়া রয়েছে, যা জল ও ধুলো থেকে সুরক্ষা দেবে।
- অ্যাপল দাবি করছে, এই ফোনটি 27 ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লে ব্যাকের সুবিধা দেয়। অর্থাৎ, ব্যাটারি লাইফ নিয়ে কোনওরকম চিন্তা করতে হবে না।
তাই আপনি যদি বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর, প্রিমিয়াম ডিজাইন আর ভালো ব্যাটারির কোনও আইফোন কিনতে চান, তাহলে iPhone 16 Plus হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। আর বিশেষ করে এই অফার লুফে নিতে ভুলবেন না।