সহেলি মিত্র, কলকাতা: মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল আসানসোলে। স্বাধীনতা দিবসের দিনে পরিত্যক্ত কয়লাখনিতে গিয়ে সেলফি তুলতে গিয়ে করুণ পরিণতি হল দুই ছাত্রের। জলে পড়ে মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটেছে উত্তর আসানসোলের ভানোরা কয়লাখনিতে (Bhanora Colliery Asansol)। আরও বিশদে জানতে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
খনির জলে পড়ে মৃত্যু ২ ছাত্রের
স্থানীয় সূত্র অনুযায়ী, এই কয়লা খনিটি কেন্দ্রীয় সরকারের, দীর্ঘদিন ধরে জল জমে থাকার দরুন এখানে আপাতত কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। তবে এখানে দীর্ঘদিন ধরে জল জমে জমে সাধারণ মানুষ থেকে শুরু করে কিছু পর্যটকদের কাছে একটি দুর্দান্ত ভ্রমণস্থল হয়ে উঠেছে । বলা ভালো স্থানীয় সাধারণ মানুষের কাছে এটি একটি সেলফি জোন হয়ে উঠেছিল। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার স্বাধীনতা দিবসের দিন এখানে ঘুরতে আসে দুই ছাত্র। এরপর সেলফি তুলতে গিয়ে দুজনেই জলে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
আরও পড়ুনঃ পুজোর সামগ্রী বিক্রির দোকানের আড়ালে কারসাজি! বোমা মশলা-সহ গ্রেফতার তৃণমূল নেতা
এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় আসানসোল উত্তর থানার পুলিশকে। তারাও খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। জানা গিয়েছে, স্থানীয়রা দড়ির ব্যবহার করে ওই দুই ছাত্রের দেহ উদ্ধার করে। স্থানীয় কাউন্সিরের অভিযোগ, প্রায়শই এরকম ঘটনা ঘটছে। তারপরেও খনি কর্তৃপক্ষ উদাসীন।
ক্ষুব্ধ স্থানীয়রা
এক স্থানীয়ের মতে, ‘দেখলাম জলে দুটো ছেলে পড়েছিল। এরপর সবাই মিলে ওদের দড়ি দিয়ে তুললাম। স্কুল ব্যাগ পাওয়া গিয়েছে। মনে হচ্ছে ছাত্র। খনি কর্তৃপক্ষ কোনো গার্ড দিচ্ছে না। কয়েকদিন আগেই একজন মহিলা মারা গিয়েছিল। সেটাও আমরা দড়ি দিয়ে তুলেছিলাম।’ এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষকেই দায়ী করেছেন স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে মানুষ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে সর্বত্র।