সেল শুরু হতেই ২০০০ টাকা ছাড়ে মিলছে Lava Agni 4! জানুন স্পেসিফিকেশন ও ফিচার্স

Lava Agni 4

সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে যদি কোনও স্মার্টফোন নিয়ে খুব বেশি আলোচনা হয়ে থাকে, তাহলে সেটি হল Lava Agni 4। গত বৃহস্পতিবার লঞ্চ হয়েছে এই মডেলটি। আর মঙ্গলবার থেকেই তা সেল শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনও ভারতীয় সংস্থার তৈরি আধুনিক স্মার্টফোন এটি তা বলা চলে। বর্তমানে অ্যামাজনের মাধ্যমেই বিক্রি হচ্ছে এই ফোনটি। তবে স্পেশাল লঞ্চের অফার হিসেবে ক্রেতারা কিছু ছাড়ও পাচ্ছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

কত টাকায় মিলছে Lava Agni 4?

প্রথমেই জানিয়ে রাখি, Lava Agni 4 ফোনটি ভারতে 24,999 টাকায় লঞ্চ হয়েছে। কিন্তু কিছু ব্যাঙ্ক অফারের মাধ্যমে ফোনটি মাত্র 22,999 টাকায় কেনার সুযোগ মিলছে। অন্যদিকে Amazon Pay ICICI ক্রেডিট কার্ড থাকলে 2700 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে এবং ICICI ব্যাঙ্কের অন্যান্য ক্রেডিট কার্ডে ইএমআই বা সরাসরি পেমেন্ট করলে 2000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাই বাজেটের মধ্যে এটি হতে পারে সেরা বিকল্প।

স্পেসিফিকেশন ও ফিচার্স

ফিচার্সের দিক থেকে এই ফোনটি দেশীয়ভাবে তৈরি সবথেকে চমক দেওয়া মডেল। কারণ, এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির একটি সুপার AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz এবং ব্রাইটনেস 2400 নিটস পর্যন্ত। পাশাপাশি 1.5K রেজোলিউশন এবং 446 PPI পিক্সেল ডেনসিটি সাপোর্ট করছে এই ফোনটিতে। এদিকে ফোনটি অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম দিয়ে তৈরি এবং পিছনে AG গ্লাস ব্যবহার করেছে কোম্পানি। ব্যাটারি নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে 5000mAh এর ব্যাটারি দেওয়া হবে এবং 66W এর একটি সুপারফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া রয়েছে ।

এদিকে ফোনটি প্রসেসরের দিক থেকেও চমক দিচ্ছে। কারণ, অত্যাধুনিক MediaTek Dimensity 8350 চিপসেট ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, যা গেমিং-র দিক থেকে একেবারে সেরা পারফরমেন্স দেবে। পাশাপাশি 16GB পর্যন্ত RAM সাপোর্ট থাকছে। এমনকি ফোনটিকে ঠান্ডা রাখার জন্য 4300 স্কোয়ার মিলিমিটার ভ্যাপার চেম্বার লিকুইড কুলিং সিস্টেম দেওয়া রয়েছে। বলে রাখি, এটি Android 15 অপারেটিং সিস্টেমের উপরেই বেস করে চলবে।

আরও পড়ুনঃ কসবা গণধর্ষণকাণ্ডে নয়া মোড়! অভিযোগ তুলে নেওয়ার হুমকি নির্যাতিতার পরিবারকে

ক্যামেরা নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনটিতে রয়েছে 50MP একটি মেইন ক্যামেরা এবং 8MP আলট্রাওয়াইড লেন্স। পাশাপাশি সেলফি বা ভিডিও কলের জন্য রয়েছে 50MP একটি ফ্রন্ট ক্যামেরা। আর ব্যাক এবং সেলফি, উভয় ক্যামেরাতে 4K রেজোলিউশনে ভিডিও করা যাবে। তাই বাজেটের মধ্যে যারা ফোন কিনতে চাইছেন, তাদের জন্য এটি হতে চলেছে ধামাকাদার অপশন।

Leave a Comment