সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বৃহত্তম বীমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন আগামী ৩ ডিসেম্বর বাজারে আনতে চলেছে দুটি নতুন বীমা পলিসি (LIC New Policy)। এদের মধ্যে একটি সম্পূর্ণ ঝুঁকি কভার ভিত্তিক লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান, আর অন্যটি জীবন বীমার সঙ্গে সঞ্চয়ের সুবিধা দেওয়ার মতো লিঙ্কড সেভিংস প্ল্যান। এই নতুন দুটি পলিসি হল এলআইসি বীমা কবচ এবং এলআইসি প্রটেকশন প্লাস। ভারতীয় গ্রাহকদের প্রয়োজনের কথা মাথায় রেখেই তৈরি এই দুই পলিসি। তবে কী কী সুবিধা মিলবে তা বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।
এলআইসি বীমা কবচ প্ল্যান
এলআইসি’র এই আসন্ন স্কিমটি সম্পূর্ণ রিস্ক ইন্স্যুরেন্স প্ল্যান। অর্থাৎ, এর মূল উদ্দেশ্য হল অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে পরিবারের আর্থিক সুরক্ষা দেওয়া। তবে এখানে কোনও বোনাস বা লাভের সুযোগ নেই। এমনকি এটি শেয়ারবাজারের সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়। শুধুমাত্র ঝুঁকি কভারে কাজ করে এই পলিসি। তাই যে সমস্ত গ্রাহকরা লাইফ কভার চান, তাদের জন্য এটি সেরা বিকল্প।
এলআইসি প্রটেকশন প্লাস প্ল্যান
এই স্কিমটি মূলত লিঙ্কড সেভিংস স্কিম। এটি লাইভ কভারের পাশাপাশি সঞ্চয় তৈরি সুযোগ দেয়। পাশাপাশি এই পলিসি দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনায় সহায়তা করে। তবে নন-পার্টিসিপেটিং পলিসি হওয়ার কারণে এতে কোনও বোনাস নেই। কিন্তু মার্কেট লিঙ্কড রিটার্নের সুবিধা থাকে। ব্যক্তি বা পরিবারের ভবিষ্যৎ আর্থিক চাহিদা পূরণ করতে এই পলিসিটিকে বিশেষভাবে ডিজাইন করা।
বলাবাহুল্য, এর আগে ১৪ অক্টোবর এলআইসি জানিয়েছিল, তারা দেশের বাজারে এলআইসি জন সুরক্ষা এবং এলআইসি বীমা লক্ষী নামের দুটি প্ল্যান চালু করেছে। আর সেগুলি ব্যক্তিগত আর্থিক চাহিদার বিভিন্ন দিককে মাথায় রেখেই তৈরি করা। ওদিকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ শেষ হওয়া দ্বিতীয় ত্রৈমাসিকে এলআইসি জানিয়েছে, তাদের নেট প্রফিট বেড়েছে ৩১%, যা বর্তমানে দাঁড়িয়েছে ১০,০৯৮ কোটি টাকা। আর গত বছর একই সময়ে নেট প্রফিট ছিল ৭৭২৯ কোটি টাকা।
আরও পড়ুন: ২০০ বছর পর সফলভাবে ডাণ্ডাক্রম পারায়ণম পাঠ করলেন ১৯ বছরের যুবক! কে এই মাহেশ রেকে?
এদিকে চলতি ত্রৈমাসিকে নেট প্রিমিয়াম ইনকাম বৃদ্ধি পেয়েছে ১২.৫%, যা এখন দাঁড়িয়েছে ১,২৬,৯৩০ কোটি টাকায়। এমনকি এই আর্থিক বছরের প্রথমার্ধে মোট নেট প্রফিট দাঁড়িয়েছে ২১,০৪০ কোটি টাকা, যা গতবারের তুলনায় ১৬.৩৬% বেশি। ফলত বোঝাই যাচ্ছে, এলআইসি বাজারে কীভাবে এগোচ্ছে। শুক্রবার এলআইসির শেয়ার ছিল ৮৮৩.৬৫ টাকা। আর দিনের সর্বোচ্চ দাম উঠেছিল ৮৯১ টাকায়, সর্বনিম্ন দাম গিয়েছিল ৮৮২ টাকায়। বিশেষজ্ঞদের মতে, বিগত চার মাস ধরে ৮৬০ থেকে ৯৩০ টাকা রেঞ্জে আটকে রয়েছে এলআইসি-র শেয়ার। আর এই রেঞ্জ ভেঙে বেরোতে পারলে শেয়ারের দাম নতুন রেকর্ড গড়বে।