সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন সোনার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রুপোর দাম। চলতি বছরেই এমসিএক্স-এ সাদা ধাতুর দর ছাড়াল ২ লক্ষ টাকা প্রতি কেজি (Silver Price Hike)। আর সোনা নিয়ে তো কোনও কথা হবে না। কিন্তু কী বলছে রেট? এখনই কি রুপো কিনে রাখা বুদ্ধিমানের কাজ হবে? জানুন বিস্তারিত।
বর্তমানে রুপার দাম
১২ ডিসেম্বরের রিপোর্ট অনুযায়ী, এমসিএক্স-এ রুপোর দামে বিরাট উত্থান ঘটেছে। রুপো প্রথমবারের মতো ২ লক্ষ টাকার গণ্ডি পার করেছে। আর এমসিএক্স-এ সোনার দামও বিকেলের সেশনে প্রতি ১০ গ্রামে ১,৩৪,৭২০ টাকার গণ্ডি পার করেছে।
তবে এমসিএক্স-এ রুপোর ফিউচার প্রতি কেজি ২,০০,৩৬২ টাকা রেকর্ড সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছিল যা শেষ মূল্যের থেকে ০.৭১% বেশি। আবার এমসিএক্স-এ সোনার ফেব্রুয়ারি ফিউচার প্রতি ১০ গ্রামে ১,৩৪,৫১২ টাকার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল, যা আগের দিনের তুলনায় ১.৭% বেশি। পাশাপাশি বিকেল সাড়ে চারটার দিকে এমসিএক্স-এ সোনার ফেব্রুয়ারি ফিউচার ১.৬৮% বেড়ে ১০ গ্রামে ১,৩৪,৬৯৯ টাকায় পৌঁছেছিল। আবার এমসিএক্স-এ রুপোর মার্চ ফিউচার ০.৮০% বেড়ে তা প্রতি কেজিতে পৌঁছয় ২,০০,৫১৫ টাকায়।
কী কারণে সোনা-রুপোর দামের ঊর্ধ্বগতি?
আসলে সম্প্রতি মার্কিন শুল্ক ভারতের বাণিজ্যের উপর বিরাট চাপ সৃষ্টি করছে। আর ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব তো রয়েছেই। সে কারণে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনিশ্চয়তার মধ্যে পড়ছে। আর তাতে সোনা এবং রুপোর দামের ঊর্ধ্বগতি। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি দিনের পর দিন সোনা-রুপোর মজুদ বাড়াচ্ছে। আর মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার হ্রাস প্রত্যাশার থেকে কম হওয়ায় সোনার দামে পড়ছে প্রভাব।
আরও পড়ুন: এলাকা দখল নিয়ে বিবাদ, চলে বোমাবাজি ও গুলি! অঝোরে প্রাণ গেল এক নাবালিকার
তবে শক্তিশালী শিল্প চাহিদা, সরবরাহের তীব্রতা এবং বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির কারণে রুপোর দামও তীব্র ঊর্ধ্বমুখীর দিকে। মার্কিন ফেডারেল সুদের হার হ্রাস এবং ভূ-রাজনৈতিক টানাপোড়েনের কারণে এখন রুপোর আকর্ষণ আরও বাড়িয়ে তুলছে। তবে অবশ্যই বিনিয়োগ করার ক্ষেত্রে বা যে কোনও রকম সিদ্ধান্ত নেওয়ার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করবেন। তারপরেই সিদ্ধান্তের পথে হাঁটবেন।