সোমবার ফের শিয়ালদা লাইনে যাত্রী যন্ত্রণা! বাতিল একাধিক লোকাল, তালিকা দিল পূর্ব রেল

Sealdah railway division

সহেলি মিত্র, কলকাতা: শিয়ালদা বিভাগের (Sealdah railway division) যাত্রীদের জন্য রইল আরও এক খারাপ খবর। নতুন করে দুর্ভোগের শিকার হতে চলেছেন সাধারণ রেলযাত্রী। সেই শিয়ালদা ডিভিশন হোক কিংবা হাওড়া ডিভিশন নিত্য যাত্রীদের দুর্ভোগ যেন কমার নামই নিচ্ছে না। কখনো ট্রেনের রুট বদল কখনো ট্রেন বাতিল কখনো আবার ট্রেন দেরিতে চলা নিয়ে রোজকার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এবারেও তার ব্যতিক্রম ঘটল না। এবার শিয়ালদা ডিভিশনে বাসে থাকতে চলেছে বেশ কিছু ট্রেন।

শিয়ালদা বিভাগে বাতিল বহু ট্রেন

জানা গিয়েছে, শিয়ালদা ডিভিশনের শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনে মধ্যে ব্রিজ নম্বর ১ (কিমি ০/ ১৮ ভি-০/৩১ ভি)-এর লাইন নম্বর ৫ এ আগামী ১৫ ডিসেম্বর সোমবার রাত ১১:৪৫ থেকে ১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৩:৩০ অবধি অর্থাৎ টানা ৩ ঘন্টা ৪৫ মিনিটের ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কারণে বহু ট্রেন বাতিল থাকবে। এছাড়াও কিছু ট্রেনের রুট বদল এবং সংক্ষিপ্ত যাত্রা হবে। চলুন জেনে নেওয়া যাক বিশদে।

সোমবার ট্রেন নম্বর ৩১৪৪৭ শিয়ালদা নৈহাটি লোকাল এবং ট্রেন নম্বর ৩১৪৫০ নৈহাটি শিয়ালদা লোকাল বাতিল থাকবে। এছাড়া ট্রেন নম্বর ৩১৫৪২ ডাউন শান্তিপুর শিয়ালদা লোকাল সোমবার ব্যারাকপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে। এছাড়া ট্রেন নম্বর ৩১৫১১ শিয়ালদা শান্তিপুর লোকাল মঙ্গলবার ব্যারাকপুর থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে। এর পাশাপাশি ৩৩৮৫৮ ডাউন বনগাঁ শিয়ালদা লোকাল সোমবার দমদম ক্যান্টনমেন্টে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে এবং ৩৩৮১৫  শিয়ালদা বনগাঁ লোকাল মঙ্গলবার দমদম ক্যান্টনমেন্ট থেকে সংক্ষিপ্ত যাত্রা শুরু করবে।

পুনঃনির্ধারিত হয়েছে এই ট্রেন

অপরদিকে ৫৩১৭১ আপ শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ৩০ মিনিটের জন্য পুনঃ নির্ধারিত হবে অর্থাৎ মঙ্গলবার ব্লক বাতিল হবার পর শিয়ালদা থেকে ৩:৪৫ – এর পরিবর্তে ৪:১৫-তে ছাড়বে। এদিকে ব্লক চলাকালীন ট্রেন চলাচলে দেরি হতে পারে অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে পূর্ব রেলওয়ে।

Leave a Comment