সৌভিক মুখার্জী, কলকাতা: সোশ্যাল মিডিয়ায় এখন অনেকেই অনেক রকম বিষয়ে নিজের মতামত জানায়, সে চিকিৎসা হোক কিংবা আইন, অর্থনীতি বা শিক্ষা। পাশাপাশি রাজনীতি নিয়েও জলঘোলা কম চলে না। তবে এবার চিন সরকার সেই স্বাধীনতার উপর লাগাম টানতে চলেছে। জানা যাচ্ছে, ২৫ অক্টোবর থেকে কার্যকর হয়েছে এক নতুন আইন (China Social Media Law), যার ফলে এখন থেকে আর কোনও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সর ডাক্তার, শিক্ষক, আইনজীবী বা আর্থিক পরামর্শদাতা সেজে অনলাইনে গাইডেন্স দিতে পারবে না। যদি তার কোনও প্রকৃত ডিগ্রি বা পেশাদার লাইসেন্স না থাকে।
নতুন নিয়ম চিনের
সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অফ চাইনার নতুন নির্দেশ অনুযায়ী, যারা অনলাইনে স্বাস্থ্য, ফাইনান্স কিংবা আইন সংক্রান্ত কোনও পরামর্শ দেয়, তাদের এবার থেকে সরকার স্বীকৃত লাইসেন্স বা ডিগ্রি দরকার। অন্যথায় তারা এই বিষয়গুলি নিয়ে কোনও কনটেন্ট তৈরি করতে পারবে না। হ্যাঁ, এই নিয়ম কার্যকর হওয়ার ফলে এবার থেকে কোনও ক্রিয়েটর আর এই সমস্ত বিষয় নিয়ে কনটেন্ট বানাতে পারবে না। এর ফলে মিথ্যা তথ্য বা ভুয়ো পরামর্শ বন্ধ হবে। এমনটাই মত চিন সরকারের।
সরকারের বিবৃতি অনুযায়ী, এই পদক্ষেপ এর মূল উদ্দেশ্য হল ভুল তথ্য রোধ করা এবং জনগণকে বিভ্রান্তি থেকে মুক্তি দেওয়া। সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মানুষ কোনওরকম প্রাতিষ্ঠানিক যোগ্যতা ছাড়াই স্বাস্থ্য বা অর্থনীতি সম্পর্কে জ্ঞান দিচ্ছে। এমনকি সেখান থেকে প্রচুর পরিমাণে টাকাও ইনকাম করছে। আর এর ফলে সাধারণ মানুষের বিপাকে পড়ছে এবং ভুল পথে চালিত হচ্ছে। সে জন্যই সরকারের এই পদক্ষেপ।
কোন কোন অ্যাপের উপর প্রভাব পড়বে?
নতুন এই নিয়মের ফলে মূলত চিনের চারটি অ্যাপের উপর সবথেকে বেশি প্রভাব পড়বে। আর সেগুলি হল—
- WeChat, যেটি প্রতি মাসে প্রায় ১.৩ বিলিয়ন মানুষ ব্যবহার করে। এখানে চ্যাটিং, পেমেন্ট বা সোশ্যাল নেটওয়ার্কিং চলে।
- Douyin, যা প্রায় ৭০০ মিলিয়ন ব্যবহারকারী শর্ট ভিডিও বানানোর জন্য ব্যবহার করে।
- Weibo, যা ব্যবহার করে ৬০০ মিলিয়নের বেশি ব্যবহারকারী। এমনকি একে চিনের টুইটার বলা হয়।
- পাশাপাশি ৩০০ মিলিয়নের বেশি ইউজার Little Red Book অ্যাপ ব্যবহার করে, যেখানে লাইফস্টাইল, শপিং বা বিউটি সংক্রান্ত টিপস নিয়ে আলোচনা করা হয়।
এদিকে শর্তাবলির মধ্যে বলা হয়েছে, প্রত্যেকটি অ্যাপগুলিকেই তাদের কনটেন্ট ক্রিয়েটরদের যোগ্যতা যাচাই করার দায়িত্ব থাকবে। যদি কেউ এআই জেনারেটেড কনটেন্ট বানায় বা ব্যবহার করে সেক্ষেত্রে সেগুলিতে স্পষ্টভাবে জানাতে হবে।
আরও পড়ুনঃ একটি নয়, এ সপ্তাহে জোড়া সিরিয়াল হল বেঙ্গল টপার! দেখুন টিআরপি তালিকা
বলাবাহুল্য, নতুন নির্দেশে আরও বলা হয়েছে যে, কোনও ক্রিয়েটর শিক্ষামূলক ভিডিও কিংবা স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের আড়ালে কোনওরকম পণ্য বিক্রি করতে পারবে না বা প্রচার করতে পারবে না। অর্থাৎ, বিজ্ঞাপন সম্পূর্ণ বন্ধ হবে। বিশেষ করে চিকিৎসা পণ্য, ফুড সাপ্লিমেন্ট বা স্বাস্থ্যকর খাবারের বিজ্ঞাপন এবার থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে বেজিংয়ে।