সোশ্যাল মিডিয়ায় বডি শেমিং-র শিকার ডোনা গাঙ্গুলি! পুলিশে অভিযোগ সৌরভ পত্নীর

dona ganguly

সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষ অতীত, এবার খোদ বডি শেমিং-এর শিকার হলেন বড় সেলেব্রিটি। আর তিনি অন্য কেউ নন, প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির স্ত্রী এবং বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি (Dona Ganguly)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। আর এর জন্য এবার অবশেষে তিনি পুলিশ প্রশাসনের দ্বারস্থ হলেন। ঘটনাকে ঘিরে সর্বত্র বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

বডি শেমিং-এর শিকার ডোনা গাঙ্গুলি

জানা গিয়েছে, বিগত বেশ কিছু সময় ধরে লাগাতার সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হচ্ছিলেন ডোনা। যদিও আর চুপ না থেকে শেষমেষ বড় পদক্ষেপ নিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল মন্তব্যের শিকার হওয়ার পর কলকাতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলির স্ত্রী। বুধবার রাতে ভারতীয় ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলি ঠাকুরপুকুর থানায় গিয়ে অনলাইনে তার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের অভিযোগ করেছেন।

মামলা নিল পুলিশ

ডোনা একাধিক অশ্লীল এবং শরীর-লজ্জাজনক মন্তব্যের অভিযোগও করেছেন। এদিকে তাঁর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুসারে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার অভিনয় নিয়ে একটি ফেসবুক পেজ তাকে লক্ষ্য করে ক্রমাগত অশ্লীল মন্তব্য পোস্ট করছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চের শুরুতে, ডোনা কলকাতা পুলিশের সাইবার সেলের কাছে একজন মহিলা ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন, যার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তার পরিবার সম্পর্কে মানহানিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগটি কলকাতার একজন স্বঘোষিত সোশ্যাল মিডিয়া প্রভাবশালীর বিরুদ্ধে ছিল যিনি নিজেকে ডোনা গাঙ্গুলির প্রতিবেশী বলে দাবি করেছিলেন।

Leave a Comment