কৌশিক দত্ত, কাটোয়াঃ কাটোয়ার বিজেপি নেত্রীর অশালীন ভিডিও (Katwa BJP Netri Viral Video) সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগে গ্রেফতার গেরুয়া সংগঠনের রাজেশ সাহা নামের এক সদস্য। প্রাপ্ত খবর অনুযায়ী, অভিযুক্ত রাজেশ সাহার বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগরে। তাঁকে উত্তর ২৪ পরগনার আনন্দনগর এলাকা থেকে গ্রেফতার করেছে কাটোয়া পুলিশ। আজ তাকে কাটোয়া আদালতে তোলা হয়। আদালত তাকে তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
কাটোয়ার বিজেপি নেত্রীর ভাইরাল ভিডিও
সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, মাস চারেক আগে বিজেপির ওই নেত্রীর বর্ধমান বাঁচাও নামের একটি ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এরপরেই নজরে আসে নির্যাতিতার। সেখানে ছবি দেখার পর পুলিশের দ্বারস্থ হন তিনি। নির্যাতিতা অভিযোগ করেন যে, একটি অশালীন ভিডিওতে কারসাজি করে তাঁর ছবি বসানো হয়েছে। এরপর পুলিশ তদন্ত করে জানতে পারে যেই স্মার্টফোন থেকে এই অশালীন ভিডিও ছড়ানো হয়েছে, তা রাজেশ সাহা নামের এক যুবকের। এরপরই পুলিশ রাজেশকে গ্রেফতার করে।
অভিযোগ স্বীকার করেছে রাজেশ সাহা
পুলিশ জানিয়েছে যে, অভিযুক্ত রাজেশ স্বীকার করেছে তাঁর মোবাইল থেকে ওই ভিডিও পোস্ট করা হয়েছে। পুলিশ আরও তদন্তের জন্য ওই মোবাইলটি বাজেয়াপ্ত করেছে। তদন্তকারীদের অনুমান, পূর্ব বর্ধমানের গেরুয়া শিবিরের কোনও নেতা বা কর্মীর সঙ্গে যোগাযোগ রয়েছে অভিযুক্তের। সেখান থেকেই নাকি রাজেশ কাটোয়ার বিজেপি নেত্রীর ছবি পায়।
কাটোয়ার সেই বিজেপি নেত্রী জানিয়েছেন যে তিনি রাজেশকে চেনেন না। পুলিশ ধরার পরেই তাঁকে দেখেছেন। কেন কোন কারণে রাজেশ এই ঘৃণ্য কাজ করেছে, আর এর পিছনে কার হাত রয়েছে, তা পুলিশ তদন্ত করে দেখুক আর দোষীকে উপযুক্ত শাস্তি দিক।