সোশ্যাল মিডিয়ায় সাহেব ভট্টাচার্যর ভাইরাল ভিডিও, আপত্তিকর অবস্থায় অভিনেতা!

সৌভিক মুখার্জী, কলকাতা: বাংলার ছোট পর্দার বেশ পরিচিত মুখ সাহেব ভট্টাচার্য। সারেগামাপা থেকে শুরু করে ‘কথা’ ধারাবাহিকে অভি চরিত্রে তার অভিনয় হাজারও দর্শকের মন জয় করেছে। তবে সম্প্রতি অভিনেতাকে নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (Saheb Bhattacharya Viral Video) একটি আপত্তিকর ভিডিও, যা নিয়ে তোলপাড় নেট দুনিয়া।

কী রয়েছে সাহেব ভট্টাচার্য ভাইরাল ভিডিও ফুটেজে?

সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে সাহেব ভট্টাচার্যকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে। এমনই দাবি তুলছে নেটিজেনদের একাংশ। আর ভিডিওটি মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ে। কেউ কেউ সরাসরি সমালোচনা করছেন। আবার কেউ বলছেন, এটি আসল নয়, বরং প্রযুক্তির অপব্যবহার।

বলে দিই, বর্তমানে AI এবং Deepfake প্রযুক্তির মাধ্যমে খুব সহজেই এরকম বাস্তবসম্মত ভিডিও তৈরি করা যাচ্ছে। অনেকেই মনে করছেন, সাহেবের ক্ষেত্রে হয়তো এরকম কিছু ঘটেছে। ভক্তরা বলছেন, একইদিনে দুই ছোট পর্দার জনপ্রিয় অভিনেতার এরকম ভাইরাল ভিডিও নিছকই কাকতালীয় ছাড়া কিছু হতে পারে না। এ হয়তো পরিকল্পিত কোনও ঘটনা।

তবে অভিনেতার ঘনিষ্ঠ মহল দাবি করছে, সাহেবের নামে সামাজিক মাধ্যমে একাধিক অ্যাকাউন্ট রয়েছে। আর সেখানকার কোনও একটি অ্যাকাউন্টকে হ্যাক করে এই ভিডিও পোস্ট করা হয়েছে। যদিও সাহেব নিজে এখনো পর্যন্ত এ নিয়ে কোনোরকম আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

এক্ষেত্রে বলে রাখা ভালো, বর্তমানে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’ সিরিয়ালে অভি চরিত্রে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য। তাঁর অভিনয় সত্যিই দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। আর ঠিক এমন সময়ে এরকম বিতর্কের মধ্যে তাঁর নাম জড়ানোতে অনেক ভক্তই হতাশ হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ ফের সস্তা হল হলুদ ধাতু, রুপো নিয়েও সুখবর! আজকের সোনার দাম

সমাজমাধ্যমে সুজয়ের প্রতিবাদ

সাহেবের এই ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে সমাজমাধ্যমে সুজয় লিখেছেন, “আমি সাহেবের ভিডিওটি সম্পূর্ণ দেখেছি। এতে আমি কোনোরকম ভুল দেখছি না। কারণ ব্যক্তিগত মুহূর্ত সবারই রয়েছে এবং তারা উভয়ই প্রাপ্তবয়স্ক। তাই তারা নিজেরাই জানে যে কি করছে। যে ব্যক্তি নিজের খ্যাতি বাড়ানোর জন্য আর সাহেবকে লজ্জায় ফেলার জন্য দু’মিনিটের এই ভিডিও প্রচার করেছিলেন, তিনি সম্ভবত জীবন সম্পর্কে অসন্তুষ্ট।”

তিনি আরো জানান, “আমাদের সকলেরই জীবনে নিজস্ব কিছু কল্পনা ও অ্যাডভেঞ্চার রয়েছে। সবাই পর্ন দেখে। এটা কোনও অপরাধ নয়। আসলে যৌনতা নিয়ে খোলাখুলি কথা বলা মানেই সবাই অপরাধ বলে মনে করে। আর এই ভিডিও নিয়ে অভিনেতা সাহেব ভট্টাচার্যকে যেভাবে কটাক্ষ করা হচ্ছে এবং তাকে যেভাবে নিন্দা করা হচ্ছে, তা সত্যিই তাঁর সাথে মানায় না।”

Leave a Comment