বিক্রম ব্যানার্জী, কলকাতা: কোচ হিসেবে নিজের কেরিয়ারের শুরুটা যেমন ভাল হয়নি সৌরভ গাঙ্গুলির (Sourav Ganguly), ঠিক তেমনই দক্ষিণ আফ্রিকার চলতি টি-টোয়েন্টি লিগে শুরুর দিকে ধেরিয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। একের পর এক ম্যাচ হেরে একেবারে ধরাশায়ী অবস্থা হয়েছিল তাদের। তবে শেষ পর্যন্ত বুধবার ডারবান সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভূতপূর্ব জয় খুঁজে নিলেন শাই হোপরা। ক্রিকেট বিশ্লেষকদের মতে, কোচ সৌরভের এক অভাবনীয় কৌশলেই ম্যাচ জিতেছে প্রিটোরিয়া।
শাই হোপের দুরন্ত সেঞ্চুরি
গত বুধবার, ডারবানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল প্রিটোরিয়া। শেষটাও করল তারাই। এদিন ব্যাট হাতে মাঠে নেমেই ঝড় তোলেন দুই ওপেনার কনর এস্টারহুইজেন এবং শাই হোপ। ম্যাচের একেবারে শুরুতেই প্রতিপক্ষের বোলারদের একপ্রকার চেপে ধরেছিলেন হোপরা। বুধবার এই ওয়েস্ট ইন্ডিজ তারকার ব্যাটে একেবারে ঝড় দেখেছিল ক্রিকেট মহল।
ব্যাট হাতে বাউন্ডারি ওভার বাউন্ডারিতে সকলকে তাক লাগিয়ে দিচ্ছিলেন হোপ। না বললেই নয়, এদিন এই ক্যারিবিয়ান তারকার ব্যাট থেকে 69 বলে 9টি চার এবং 9টি ছয় সহযোগে 118 রানের অপরাজিত ইনিংস উপহার পেয়েছিল ক্যাপিটালস। পরবর্তীতে সেটাই হয়ে উঠলো সৌরভের দলের জয়ের কারণ।
বুধবারের ম্যাচে বিশেষ চাল খাটিয়েছিলেন সৌরভ
দক্ষিণ আফ্রিকা টি টোয়েন্টি লিগের এদিনের ম্যাচে ওপেনার কনর আউট হতেই সকলকে চমকে দিয়ে মিডিল অর্ডারের ব্যাটসম্যান রস্টন চেজকে তিন নম্বরে নামিয়ে আনেন সৌরভ। যা দেখে নিজেও অবাক হয়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ তারকা। আন্দ্রে রাসেলের বদলে প্রিটোরিয়ার একাদশে জায়গা পাবেন এমনটাই ভাবতে পারেননি তিনি। তাও আবার টপ অর্ডারে। তবে মাঠে নেমে সতীর্থ হোপকে একেবারে পূর্ণ সমর্থন করেন তিনি। সেই সূত্রেই সেঞ্চুরি গড়ে ফেলেন হোপ।
অবশ্যই পড়ুন: স্মার্টফোন, টিভি, ফ্রিজে মিলবে বিরাট ছাড়! শুরু হচ্ছে ফ্লিপকার্ট ‘রিপাবলিক ডে সেল’
চেজও পিছিয়ে ছিলেন না। এদিন ব্যাট করতে নেমে শুরুতেই নূর আহমেদের বলে রিভার্স সুইপ করে চার মারেন চেজ। এরপর দক্ষিণ আফ্রিকার তরুণ বোলার মাফাকার বলে একেবারে দুটি ছক্কা হাঁকিয়ে নিজের ক্ষমতা দেখান ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেট। সব মিলিয়ে 15 বলে 24 রান করতেই একেবারে কৌশলগতভাবে রিটায়ার্ড আউট করা হয় থাকে তাঁকে। যা দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগের ইতিহাসে প্রথম। এ নিয়ে শাই হোপ জানান, কৌশলগত কারণে এমনটা করা হলেও দলের সবাই সবটা বুঝেছে।
অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতল দিন, পড়বে রেকর্ড ঠান্ডা! আজকের আবহাওয়া
সবটা যোগ করলে ফলাফল যা দাঁড়াচ্ছে তাতে, শাই হোপকে ওপেনিং করানোর সিদ্ধান্ত, এবং রস্টন চেজকে 3 নম্বরে নামিয়ে এনে বন্ধুকে সঙ্গ দেওয়ার যে কৌশল সৌরভ গাঙ্গুলি করেছিলেন তাতে শেষ পর্যন্ত সফল হয়েছেন তিনি। ঘুরে গিয়েছে ম্যাচ। বড় জয় পেয়েছে প্রিটোরিয়া ক্যাপিটালস। যে কারণে ইতিমধ্যেই দাদার কোচিংয়ের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট ভক্তদের অনেকেই।