সৌভিক মুখার্জী, কলকাতা: বৃহস্পতিবার রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর খুন (Huma Qureshi’s Cousin Murdered)। পার্কিং নিয়ে বচসা শুরু হওয়ার পর মুহূর্তের মধ্যে সেই বিবাদ রক্তাক্ত সংঘর্ষে রূপ নিল। আর এতে প্রাণ হারিয়েছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির আত্মীয় আসিফ কুরেশি।
জঙ্গপুরা ভোগল বাজারের এক সরু গলিতে প্রায় প্রায় রাত এগারোটার দিকেই ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদশীরা বলছে, আসিফ তার বাড়ির সামনে রাখা একটি স্কুটার সরাতে বলেছিলেন এক প্রতিবেশীকে। অনুরোধ করার পরেই শুরু হয় তীব্র বাকবিতণ্ডা, যা মুহূর্তের মধ্যে মারাত্মক রণক্ষেত্রে রূপ নেয়।
VIDEO | Actor Huma Qureshi’s cousin, Asif Qureshi, was stabbed to death following a dispute over parking in southeast Delhi’s Bhogal area on Thursday. Two teenagers have been apprehended in connection with the incident. CCTV visuals of the incident.#DelhiNews
(Viewers… pic.twitter.com/DJrXqd3vwX
— Press Trust of India (@PTI_News) August 8, 2025
ধারালো অস্ত্র দিয়ে হামলা
আসিফের পরিবার জানিয়েছে, অভিযুক্তরা আগে থেকেই পার্কিং নিয়ে তাঁর সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিল। তারপর কথা কাটাকাটির মাঝে অস্ত্র দিয়ে আঘাত করে ফেলে তাকে। জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আসিফের স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছে, শুধু স্কুটার সরাতে বলেছিল আসিফ। এতে ওরা এমন মারধর করল, যে আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম।
দিল্লি পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গৌতম এবং উজ্জ্বল নামের দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, উজ্জ্বলই প্রথমে হামলা শুরু করেছিল এবং তার ভাইও পড়ে যোগ দেয়। পুলিশ বলছে, এই খুন সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত ছিল কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ ফের বাড়ল দর! দেখুন আজকের সোনা, রুপোর দাম
এই ঘটনার পর জঙ্গপুর ভোগল বাজার এলাকা চরম উত্তপ্ত। প্রতিবেশীরা জানাচ্ছে, পার্কিং সমস্যাকে কেন্দ্র করে এরকম ঘটনা নিত্যদিন হত। অনেককেই প্রশ্ন তুলছে, পুলিশি টহল ও আইন শৃঙ্খলার অভাবে কি এই সমস্ত ঘটনা ঘটছে? এখন আসিফের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছে। পাশাপাশি ওই এলাকায় বর্তমানে পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনার তল্লাশি করার জন্য।