স্কুলের মাঠেই ষষ্ঠ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানি! শিক্ষকের কাণ্ডে তোলপাড় পুরশুড়া

Hooghly

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের স্কুল ছাত্রীর বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগে উত্তাল হয়ে উঠল হুগলির পুরশুড়া (Hooghly Pursura) এলাকার একটি স্কুলে। ঘটনা জানাজানি হতেই শিক্ষকদের স্কুলে বন্দি করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। পুলিশ পৌঁছালে পুলিশকেও ঘেরাও করে চলল বিক্ষোভ। মাঠে নামানো হয় র‌্যাফ। শেষ পর্যন্ত অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুরশুড়া থানার পুলিশ। চাঞ্চল্যকর পরিস্থিতি এলাকায় জুড়ে।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার, পুরশুড়া এলাকার দেউলপাড়া হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীর এক নাবালিকাকে শ্লীলতাহানীর অভিযোগ উঠল এক কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে। নাবালিকার সঙ্গে শিক্ষকের এই অসহনীয় আচরণের খবর প্রকাশ্যে আসতেই গতকাল অর্থাৎ বুধবার সকাল থেকে এলাকায় প্রতিবাদের এবং ক্ষোভের পারদ চড়ছিল। এরপর বিকাল থেকেই বেশ কিছু স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা স্কুল চত্বরে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

শিক্ষককে গ্রেফতারের দাবী!

শিক্ষকের বিরুদ্ধে স্কুলছাত্রীর ওপর এই রূপ শারীরিক অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভের সমাবেশ তৈরি হয় স্কুল চত্বরে। পরিস্থিতি এমন দাঁড়ায় যে কোনও শিক্ষকই স্কুল থেকে বের হতে পারে না। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। আর খবর খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুরশুড়া থানার বিশাল পুলিশ বাহিনী। কিন্তু উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ঘেরাও করেও ক্ষোভে ফেটে পড়ে। ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। তাঁদের দাবি যত শীঘ্র সম্ভব গ্রেফতার করতে হবে অভিযুক্তকে। এবং এই ভয়াবহ অপরাধের ক্ষেত্রে উপযুক্ত শাস্তি দিতে হবে।

আরও পড়ুন: “পুলিশ ২৪ ঘণ্টায় যা করেছে, CBI একবছরেও পারেনি!” TMCP-র প্রতিষ্ঠা দিবসে আরজি কর নিয়ে বিস্ফোরক অভিষেক!

অভিযুক্ত কম্পিউটার শিক্ষকের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকার বাসিন্দাদের এইরূপ রাগ দেখে রীতিমত ভয়ে কাঁপে আটকে থাকা স্কুলের বাকি শিক্ষকেরা। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন শেষ পর্যন্ত ওই কম্পিউটার শিক্ষককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এখনও চলছে জিজ্ঞাসাবাদ। শেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত কিশোরীর পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তবে তাঁরা দ্রুত অভিযোগ করবেন বলে জানিয়েছেন। ঘটনাটিকে ঘিরে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে।

Leave a Comment