প্রীতি পোদ্দার, কলকাতা: বেশ কয়েক মাস ধরেই রাজ্যের একাধিক জেলায় রেশন সামগ্রী বন্টনে কারচুপি এবং সরকারি খাদ্য সামগ্রীতে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে আসছে রেশন ডিলারের তরফে। আর এই আবহে এবার দুর্নীতিমূলক অভিযোগ উঠে এল পাঁশকুড়া ও কোলাঘাটের চার রেশন ডিলারের বিরুদ্ধে। রেশন দোকানে অনিয়ম সহ রেশন পরিষেবার একাধিক ঘাটতি সংক্রান্ত অভিযোগে এবার চার ডিলারকে ২৯ লক্ষ টাকা জরিমানা জারি করল খাদ্যদপ্তর।
ঘটনাটি কী?
বর্তমান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, রেশন সামগ্রী ঠিকঠাক মজুত আছে কিনা তার স্পষ্ট হিসেব নেওয়ার জন্য সম্প্রতি খাদ্যদপ্তরের বিশেষ টিম অভিযান চালিয়েছিল। আর এই অভিযানে পাঁশকুড়া ও কোলাঘাটে গিয়ে একবারে হতচকিত হয়ে গেল খাদ্যদপ্তরের বিশেষ টিম। স্টক লিস্টের সঙ্গে গোডাউনে রেশন সামগ্রীর বিপুল ফারাক থাকে। কোলাঘাটের কোলা গ্রামের রেশন ডিলার সুকুমার পাল প্রায় ২৫ লক্ষ টাকার রেশনসামগ্রী কারচুপিতে অভিযুক্ত ছিলেন। তদন্তের মাধ্যমে জানা গিয়েছিল তাঁর রেশন দোকানে ৬০০কুইন্টাল রেশনের চাল ও ৭০কুইন্টাল আটার হিসেব নেই। তাই ওই রেশন ডিলারকে মহকুমা খাদ্য নিয়ামক শ্যামাপ্রসাদ ভট্টাচার্য ৩২ লক্ষ টাকা জরিমানা করেছিলেন।
দুর্নীতির অভিযোগে জরিমানার শাস্তি ডিলারদের
কোলাঘাটের অভিযুক্ত ডিলার সুকুমার পাল তখন জারি করা ওই জরিমানা পুনর্বিবেচনার জন্য জেলা খাদ্য নিয়ামকের কাছে দ্বারস্থ হন। শেষপর্যন্ত নানা আকুতি মিনতির পর ওই ডিলারের জরিমানার অঙ্ক কিছুটা কমে ২০ লক্ষে আনা হয়। অন্যদিকে সেখানকারই আরও এক রেশন ডিলার কমলকৃষ্ণ বাগের রেশন গোডাউনেও মজুত রেশন সামগ্রীর হিসেবে গরমিল থাকায় শোকজ করার পাশাপাশি ৫ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে আবার পাঁশকুড়া থানার মাইসোরা পঞ্চায়েতের এক পরিবারের দু’টি অন্তোদ্বয় অন্নপূর্ণা যোজনার রেশন কার্ড থাকলেও একটিতে রেশন সামগ্রী দেওয়া হত বারংবার। পরে বিষয়টি জানাজানি হতেই কয়েক মাস আগে ওই দোকানে ব্যাপক বিক্ষোভ হয়। এবং শেষপর্যন্ত ৩০ হাজার টাকা ফাইন করা হয়।
আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলায় হাইকোর্টে বড় দাবি রাজ্যের
খাদ্য দপ্তরের এই রেশন অভিযানে দুর্নীতির তালিকায় উঠে আসে পাঁশকুড়া শহরের আরও এক রেশন ডিলার মতলেব খান। নিয়ম অনুযায়ী কোনও ডিলার নিজের গোডাউন ছাড়া অন্যত্র রেশন সামগ্রী মজুত করে রাখতে পারেন না। কিন্তু সেই ডিলার দুয়ারে রেশন সামগ্রী বিলির নামে অন্যের বাড়িতে রেশন সামগ্রী মজুত করে রেখেছিলেন। তাই এই ঘটনায় রেশন ডিলারের বিরুদ্ধে মহকুমা খাদ্য নিয়ামক তিন লক্ষ টাকা জরিমানা জারি করেছে। ওয়াকিবহলের মতে, নির্বাচনের আগে প্রশাসনের তরফে এই অভিযান গ্রাহকদের