স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী

Student Credit Card Scheme

প্রীতি পোদ্দার, কলকাতা: অর্থের অভাব যাতে কারোর উচ্চ শিক্ষায় বাঁধা হয়ে না দাঁড়ায় সেইজন্য একাধিক বেসরকারি স্কলারশিপের ব্যবস্থা করা হয়ে থাকে। ঠিক তেমনই রাজ্য সরকারের পক্ষ থেকে পড়ুয়াদের জন্য বিশেষ প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card Scheme) চালু করা হয়েছে। আর এই ক্রেডিট কার্ডের মাধ্যমে যে কোনও উচ্চ শিক্ষার জন্য পড়ুয়ারা ব্যাঙ্ক থেকে সরাসরি ঋণ নিতে পারেন। এবার সেই উল্লেখযোগ্য স্কিম গতকাল অর্থাৎ বৃহস্পতিবার এক ঐতিহাসিক মাইলফলক ছুঁল। আনন্দে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইটারে পোস্ট মমতার

আজ অর্থাৎ শুক্রবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে সুবিধাপ্রাপ্তের সংখ্যাটা ১ লক্ষ পেরিয়ে গেল। এই প্রকল্পের অধীনে পড়ুয়ারা ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পায়। সুদের ভারও বহন করে রাজ্য সরকার।” এছাড়াও মমতা জানান, “আগামী দিনেও এভাবেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়ুয়াদের সাহায্য করবে রাজ্য। যাতে প্রতিভাবান পড়ুয়াদের সাফল্যের পথে আর্থিক অসঙ্গতি অন্তরায় না হয়।”

স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে বড় সাফল্য

২০২১ সালে এই প্রকল্প শুরু হওয়ার পর থেকেই রাজ্য জুড়ে ব্যাপক সাড়া পড়ে গিয়েছিল। প্রশাসনের তরফেও নিয়মিত প্রচার ও সহজতর আবেদনপদ্ধতির ফলে দ্রুত বেড়েছে অনুমোদনের হার। পড়ুয়ারা চাইলে ২ লক্ষ টাকাও থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এর সবচেয়ে বড় সুবিধা হল, এই ঋণের ক্ষেত্রে রাজ্য সরকারই গ্যারান্টার। সুদের একটা বড় অংশও দেয় রাজ্য সরকার। যার ফলে পড়ুয়ারা অনেক কম সুদে ঋণের সুবিধা পায়। যেহেতু এই প্রকল্প এতটা সাফল্য অর্জন করেছে যে এবার উচ্চশিক্ষা, প্রযুক্তি, চিকিৎসা, গবেষণা সব ক্ষেত্রের প্রতিভাবান ছাত্রছাত্রীকে আরও বেশি সুযোগ করে দিতে চাইছে রাজ্য।

আরও পড়ুন: কলকাতার গীতাপাঠ অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা! যাবেন মুখ্যমন্ত্রী? ফিরহাদ বললেন …

প্রসঙ্গত, মাধ্যমিক থেকে শুরু হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধা। যে কোনও ধরণের পেশাদারী কোর্স-সহ বিভিন্ন বিষয়ে পড়ার জন্য ঋণ নিতে পারবেন পড়ুয়ারা। রাজ্য সরকারের পক্ষ থেকে একটি পোর্টালও চালু করা হয়েছে যেখানে খুব সহজেই আবেদন করা যাবে। তাই স্বাভাবিকভাবেই আবেদন করার জন্য পড়ুয়াদের কোথায় যাওয়ার প্রয়োজন নেই। নিজেরাই নিজেদের মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে রাজ্যের এই সাফল্য ছাব্বিশের ভোটের আগে কিছুটা হলেও বাড়তি অক্সিজেন দিতে পারে শাসকদলকে।

Leave a Comment