সহেলি মিত্র, কলকাতা: ধূমকেতু অতীত, এবার আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’ নিয়ে জোরকদমে শুরু হয়েছে প্রচার (Dev Raghu Dakat Promotion)। দেব ও দেবের সঙ্গে সিনেমার অন্যান্য কলাকুশলীরা বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে সিনেমার প্রচার চালাচ্ছেন। তেমনই একটি প্রচারের ভিডিও বর্তমানে সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে বিদ্যুতের গতিতে। আর এই ভিডিও দেখলে চমকে যেতে বাধ্য হবেন আপনিও। নিশ্চয়ই ভাবছেন যে ভিডিওতে এমন কী আছে যা চমকে দেওয়ার মতো? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
ভক্তকে ঠেলে ফেলে দিলেন দেব!
ধূমকেতু’র অসাধারণ সাফল্যের পর এবার পুজোয় আসছে দেবের ‘রঘু ডাকাত’। ছবির প্রচার নিয়ে বেজায় ব্যস্ত দেব ও তাঁর টিম। শনিবার ছবির টিম হাজির হয় মালদহে। একেবারে উৎসবের আমেজে হল রঘু ডাকাতের প্রচার। অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, ইধিকা পাল, পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং মেগাস্টার দেবের আগমনে মালদহ পুরো উত্তেজিত। যেখানে যেখানে প্রচার চলছে সেখানে সেখানে সাধারণ ভক্তদের ভিড় উপচে পড়ছে। তবে এবার ভাইরাল হওয়া অপ্রীতিকর ভিডিও দেখে সকলে অবাক।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ‘স্টেজে রয়েছেন দেব। এদিকে তাঁকে একটু ছুঁয়ে কথা বলার জন্য উদগ্রীব তাঁর ফ্যানেরা। স্টেজের ওপর অবধি উঠে যান দুজন। তবে পরিস্থিতি এমনটাই হয়ে যায় যে দেবের দেহরক্ষীরা একজন যুবককে ঘাড় ধরে রীতিমতো স্টেজ থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন। আর এই বিষয়টি অনেকেই ভালো চোখ দেখছেন না। যদিও এটা হওয়াটাও স্বাভাবিক। কারণ দেবের মতো সুপারস্টারের নিরাপত্তা ঠিক রাখা তাঁর দেহরক্ষীদের কাজ। তাঁরা কোনও সময় চাইবেন না যে, তাঁদের অসাবধানতায় তারকার সঙ্গে কোনও অপ্রীতিকর ঘটনা ঘোটুক বা তাঁর ক্ষতি হোক।
জোরকদমে চলছে রঘু ডাকাতের প্রচার
আসলে কলকাতার বাইরে মালদহে এভাবে কোনও সিনেমার প্রমোশনের ঘটনা এই প্রথম। তারকাদের দেখতে ময়দানে ভিড় জমান প্রচুর মানুষ। দর্শকদের সঙ্গে কখনও হাত মেলাতে, কখনও শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অভিনেতা দেবকে ও বাকি কলাকুশলীদের। একইসঙ্গে সিনেমার গানে নাচতে ও গাইতেও দেখা যায় নায়ক নায়িকাদের।