স্তম্ভিত মুখ্যমন্ত্রী! যুবভারতীতে অশান্তির পর মেসি, দর্শকদের কাছে ক্ষমা চাইলেন মমতা

Mamata Banerjee On Vivekananda Yuva Bharati Krirangan Chaos

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লিওনেল মেসির শহরে আগমন ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল আজ বেলা গড়াতেই যুবভারতীতে তা তুমুল বিশৃঙ্খলায় পরিণত হল। এদিন আর্জেন্টাইন মহাতারকা মাঠ ছাড়তেই ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। আর সেই অপ্রীতিকর পরিস্থিতির জন্য এবার সকলের কাছে ক্ষমা চেয়ে নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ক্ষমা চাইলেন ফুটবল তারকা মেসির কাছেও। সোশ্যাল মিডিয়ায় সেই বার্তা পোস্ট করে ক্রীড়া প্রেমীদের কাছেও ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী।

যুবভারতীর বিশৃঙ্খলা নিয়ে সকলের কাছে ক্ষমা চাইলেন মমতা

শনিবার যুবভারতীর উত্তাল পরিস্থিতি সম্পর্কে খবর পেতেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার সকালে যে অচলাবস্থা তৈরি হয়েছে তার জন্য আমি স্তম্ভিত এবং বিচলিত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী মানুষজনের সাথে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম। ফুটবল প্রেমীরা স্টেডিয়ামের সামনে জড়ো হয়েছিলেন মেসির এক ঝলক পাওয়ার জন্য। তবে হঠাৎ এমন বিশৃংখল পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমি সকল ক্রীড়াপ্রেমী মানুষজন এবং তারকা ফুটবলারের কাছে ক্ষমা চাইছি।”

সূত্রের খবর, মেসির অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বিশৃংখল পরিস্থিতির খবর পেতেই মাঝপথে ফিরে যান মমতা। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ে সকলের কাছে ক্ষমা চাইলেন তিনি। শুধু তাই নয়, এই বিশৃঙ্খলার তদন্তের জন্য একটি কমিটিও গঠন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে কমিটির নেতৃত্বে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এছাড়াও ওই কমিটিতে থাকবেন মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগ। মুখ্যমন্ত্রীর কথায়, “গোটা ঘটনার তদন্তের পর ভবিষ্যতে যাতে আর এমন বিশৃংখল পরিস্থিতি তৈরি না হয় সেজন্যও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে ওই কমিটি।”

 

অবশ্যই পড়ুন: পারবে না CSK, ‘যত টাকাই লাগুক অস্ট্রেলিয়ান স্টার গ্রিনকে কিনবেই KKR!’ ভিডিও দেখুন

উল্লেখ্য, শনিবার মেসি যুবভারতী ক্রীড়াঙ্গনে উপস্থিত হয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করার পর মাত্র 5 মিনিটের মধ্যেই সেখান থেকে বেরিয়ে যান। আর এই ঘটনার পরই ক্ষোভে ফুঁসতে থাকেন ভক্তরা। গ্যালারি থেকেই ছোড়া হয় বোতল, ছেড়া হয় ব্যানারও। আর এর পরই খেলোয়াড়ের নিরাপত্তার কথা মাথায় রেখে নির্ধারিত সময়ের আগেই তাঁকে কলকাতা ছাড়ার নির্দেশ দেন কর্তব্যরতরা।

Leave a Comment