স্পিনে ঘায়েল হবে টিম ইন্ডিয়া! ‘ওদের কপালে দুঃখ আছে’ বলে হুঁশিয়ারি পাক অধিনায়কের

Pakistan Warning Team India before Asia Cup 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্পিনের ঘায়ে কাবু হবে, এবার ওদের কপালে দুঃখ আছে। এশিয়া কাপের আগে ভারতকে হুঁশিয়ারি দিয়ে কথাগুলো বললেন পাকিস্তানের অধিনায়ক সলমান আলি আঘা (Pakistan Warning Team India)।

হঠাৎ বুক বাজিয়ে ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের

মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বহু অপেক্ষিত এশিয়া কাপ। এই আসরে আগামী 14 সেপ্টেম্বর একে অপরের মুখ দেখবে ভারত এবং পাকিস্তান। আর তার আগেই সংযুক্ত আরব আমিরশাহী ও আফগানিস্তানের সঙ্গে একটি ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলেছে পাকিস্তান।

এশিয়া কাপ শুরুর আগেই ওই ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে আফগানিস্তানকে বড় ব্যবধানে পরাস্ত করে পাক দল। পাকিস্তানের দুরন্ত স্পিন আক্রমণের সামনে 142 রান তাড়া করতে নেমে মাত্র 66 তেই অলআউট হয়ে যায় আফগানরা। সেই ম্যাচে 5 উইকেট তুলে নিজের দাপট দেখিয়েছিলেন পাকিস্তানের স্পিনার মহম্মদ নওয়াজ।হয়তো সেই সাফল্যকে অহংকার বানিয়েই এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে দিলেন পাকিস্তানের অধিনায়ক সলমান।

টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের সাফল্যকে সামনে রেখে পাক অধিনায়ক বলেছিলেন, যেখানে দরকার পড়বে আমরা দুই স্পিনার খেলাব। অবশ্যই পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপরই সলমান বলেন, আমাদের স্পিনারদের বিরুদ্ধে খেলতে গিয়ে ভারত যথেষ্ট সমস্যায় পড়বে। এবার ওদের কপালে দুঃখ আছে। সূর্য কুমার যাদবদের সতর্ক করার পাশাপাশি নিজেদের প্রস্তুতি নিয়েও গলা ফাটালেন পাকিস্তানি অধিনায়ক। আঘা বললেন, আমরা পুরোপুরি তৈরি। দলের সকলেই দুর্দান্ত ফর্মে আছে। বিশেষ করে নওয়াজ ফিরে আসার পর থেকে দারুণ খেলছে। ব্যাটিং, বোলিং থেকে ফিল্ডিং সব ক্ষেত্রেই জান লাগিয়ে দিচ্ছে! এশিয়া কাপেও একই কাজ করবে ও।

এশিয়া কাপের মঞ্চে দুবাইয়ের মাঠে খুব একটা বেশি রান হবে না বলেই মনে করছেন পাকিস্তানের অধিনায়ক সলমান। তাঁর দাবি, লো স্কোরিং ম্যাচ হতে চলেছে। এতে লড়াইটা বেশ জমে যাবে।। আমার মনে হয় এখানকার উইকেটে 140 রান করাটা অনেক। ফলে যে দল ভালো বল করবে তারাই জিত। আমাদের বোলাররা ফর্মে রয়েছে, আমরা তৈরি।

অবশ্যই পড়ুন: মেট্রো বিভ্রাটের সুযোগে গড়িয়া-টালিগঞ্জ রুটে ছয়গুন বেশি ভাড়া হাঁকাল অটো চালকরা

প্রসঙ্গত, শেষবারের মতো এই দুবাইয়ের মাটিতে 2021 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল পাকিস্তান। এরপর আর ক্ষমতা হয়নি মাথা উঁচু করে দাঁড়ানোর। 2022 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে, 2023, 2024 টি-টোয়েন্টি বিশ্বকাপ এমনকি চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের কাছে গো হারা হেরেছে তারা। তাই এশিয়া কাপের আগে ব্যর্থতার যন্ত্রণায় মলম লাগাতেই ভারতের বিরুদ্ধে নিজেদের পুরনো অভ্যাস গলা ফাটিয়ে ঝালিয়ে নিলেন পাকিস্তানের অধিনায়ক।

Leave a Comment