স্বপ্নপূরণের কারিগর থেকে খলনায়ক! মেসিকে ভারতে নিয়ে আসা কে এই শতদ্রু দত্ত?

Who is Satadru Dutta know about him Messi India Tour

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেও মেসি আসবে মেসি আসবে করে একেবারে শিহরণ জেগেছিল শহর কলকাতার বুকে। আর্জেন্টিনার রাজ সিংহাসন থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওকে নিয়ে আসার নেপথ্যে মূল কান্ডারী বঙ্গ ক্রীড়া সংগঠক শতদ্র দত্ত (Satadru Dutta)। এর আগে মারাদোনা থেকে শুরু করে মার্টিনেজ সহ বহু নামি খেলোয়াড়কে শহরের বুকে সময় কাটানোর কাজটা করে দিয়েছিলেন তিনি। স্বপ্নপূরণের কান্ডারী সেই শতদ্রই এখন মেসি ভক্তদের চোখে খলনায়ক। যুবভারতী ক্রীড়াঙ্গনে তুমুল বিশৃঙ্খলার যের ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তাঁকে। স্টেডিয়ামে অশান্তির কারণে এক ধাক্কায় মাটিতে পড়েছে শতদ্রুর ইমেজ!

কে এই শতদ্রু দত্ত?

শেষবারের মতো 2011 সালে গোটা আর্জেন্টিনা দলের সাথে ভারতের প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন মেসি। এরপর শতদ্রু উদ্যোগ না নিলে আর কোনও দিনও মেসির ভারতে আসা হতো কিনা তা বলা কঠিন। বঙ্গ ক্রীড়া জগতের অন্যতম পরিচিত নাম শতদ্রু দত্ত পেশায় একজন স্পোর্টস প্রোমোটার এবং ইভেন্ট উদ্যোক্তা। স্রোতের সাথে ভেসে আসা নাম নন শতদ্র, যা সময় ফুরোলেই হারিয়ে যাবে।

সালটা 2011। সে বছর ক্রীড়া সংগঠক হিসেবে যাত্রা শুরু হয়েছিল হুগলির রিষড়ার ছেলে   শতদ্রু দত্তর। পুরোপুরি ভাবে নেমে পড়েছিলেন স্পোর্টস ইভেন্টের দুনিয়ায়। একেবারে শুরু থেকেই শতদ্রুর চোখে লক্ষ্য ছিল ভারতে ফুটবলকে আন্তর্জাতিক স্তরের সঙ্গে যুক্ত করা। সেই লক্ষ্যকে বুকে বেঁধেই বিদেশে ঘুরে ঘুরে একের পর এক ক্রীড়া মহারথীর সঙ্গে দেখা করতে শুরু করেন তিনি। ধীরে ধীরে তৈরি হয় সম্পর্ক। সেখান থেকেই বিশ্বকাপজয়ী দলকে ভারতে আনা থেকে শুরু করে পেলে, দিয়েগো মারাদোনা, রোনাল্ডিনহো সহ একাধিক ফুটবলারের এদেশে আসার নেপথ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে শতদ্রু দত্ত নামটা।

তবে সবচেয়ে মজার বিষয়, এতদিন বিশ্বজয়ী ফুটবলারদের ভারতে আনার ক্ষেত্রে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই মহতারকা এবং ব্যাকএন্ডে থাকতেন দত্ত। তবে এ বছর লিওনেল মেসির ভারত সফরে সেই চেনা ছবিটা বদলে গিয়েছে। মেসির সাথে সাথে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বঙ্গ ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। দেশের চার শহরে মেসির সফর সূচি ঠিক করা থেকে শুরু করে, তিনি কী কী করবেন, কোথায় যাবেন, অন্যান্য তারকা সাক্ষাৎকার, রাজনীতি থেকে শুরু করে বিনোদন কর্পোরেট দুনিয়ার মেলবন্ধন সবটাই নিজে হাতে করেছেন শতদ্রু। এসব কিছুর নেপথ্যে ছিল ভারতীয় ফুটবলের ব্র্যান্ড ভ্যালু বাড়িয়ে তোলা। ফুটবলের দুনিয়ায় ভারতের নামটা বিশ্ব দরবারে তুলে ধরা। কিন্তু শহর কলকাতার ফুটবলের প্রাণকেন্দ্র যুবভারতীর আজকের দৃশ্য সেই পথে বাধা হয়ে দাঁড়ালো।

অবশ্যই পড়ুন: যুবভারতীতে অশান্তির ঘটনায় গ্রেফতার শতদ্রু দত্ত, টিকিটের টাকা ফেরত পাবেন দর্শকরা

বলাই বাহুল্য, মেসির সফর ঘিরে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনের যে উত্তাল চিত্র দেখল গোটা বিশ্ববাসী, তাতে এক ধাক্কায় একেবারে ধসে গেল শতদ্রু দত্তের আদায় করা সম্মান এবং খ্যাতি! এখানেই শেষ নয়, হাজার হাজার টাকা খরচ করে মেসিকে দেখতে না পাওয়ায় স্বাভাবিকভাবেই মূল উদ্যোক্তা শতদ্রুর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ তুলতে শুরু করেন ক্রীড়াপ্রেমী মানুষজন। যুবভারতীর বিশৃংখল পরিস্থিতি দেখে উদ্যোক্তাদের দিকে আঙ্গুল তোলেন মুখ্যমন্ত্রীও। আর এসবের পরই বিমানবন্দর থেকে গ্রেফতার হলেন মেসিকে ভারতে নিয়ে আসার মূল কারিগর, হাজার হাজার ভক্তের স্বপ্ন পূরণের কর্মী শতদ্রু।

Leave a Comment