প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েক সপ্তাহ ধরেই ২১ জুলাই দিলীপকে কোন মঞ্চে দেখা যাবে, তা নিয়ে নানা জল্পনা চলছিল। অনেকেই ভেবে নিয়েছিল যে গেরুয়া শিবিরের ওপর অভিমান করে এবার হয়ত দিলীপ ঘোষ পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেবে। এমনকি তিনি নিজেও বলছিলেন যে ২১ জুলাই কোনও না কোনও মঞ্চে তাঁকে দেখা যাবে। যার ফলে জল্পনা বেড়েছিল। তবে এবার সেই জল্পনার অবসান ঘটে গেল। দিলীপ ঘোষ বিজেপিতেই থেকে গেল।
পুরনো ফর্মে দিলীপ ঘোষ!
গত শুক্রবার, ১৮ জুলাই দিল্লির বৈঠকে যোগদান করেছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তাঁকে নির্দেশ দেওয়া হয় যে রাজ্যে ফিরে যেন তিনি জোরদার লড়াই শুরু করেন। তাই সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি বঙ্গে এসেই সম্ভবত সে পথেই পা বাড়ালেন। শুধু রাজ্যে ফিরে নয়, একেবারে শিকড়ে ফিরে নতুন করে রাজনৈতিক লড়াই শুরুর আয়োজন করলেন। আর এবার দলে নেমেই সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ঘাটাল সাংসদ তথা অভিনেতা দেবকে।
ঘাটালের মাস্টারপ্ল্যান প্রসঙ্গ দিলীপের মুখে!
‘আজতক বাংলা’-র রিপোর্ট অনুযায়ী আজ অর্থাৎ মঙ্গলবার, সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেই সময় তাঁকে আগামী নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন করা হয়। তখনই উঠে আসে ঘাটাল মাস্টারপ্ল্যানের প্রসঙ্গ। অনেক বছর ধরে ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হলেও এখনও সেগুলি কার্যকর হয়নি, তার উপর দিনের পর দিন লাগাতার ভারী বৃষ্টির জেরে ঘাটালে ভয়াবহ বন্যা চলছে।
এবার সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, “দেব ভাল ছেলে। কিন্তু এরকম ভাল ছেলে, কী হবে! যে ছেলে কোনও কাজে নেই। কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটালের লোককে ধোঁকা দিচ্ছে?”
সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন দেবকে
এরপরই দিলীপ ঘোষ সরাসরি সাংসদ দেবকে চ্যালেঞ্জ করে বলেন, “মেদিনীপুরের লোকদের মেরুদণ্ড থাকে, তারা চামচাগিরি করে না। তাই সেক্ষেত্রে দম থাকলে রিজাইন করে দেখাও। কারই বা চাপে পরে রাজনীতি করছেন?” আসলে গত লোকসভা ভোটের আগে দেব প্রকাশ্যে বলেছিলেন যে তিনি রাজনীতি ছেড়ে দিতে চান। এমনকি তিনি ঘাটাল মাস্টারপ্ল্যানের কাজ না হওয়ায় হতাশাও প্রকাশ করেছিলেন। পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে কেন্দ্রের অপেক্ষা না করে রাজ্য সরকারই মাস্টারপ্ল্যান করে দেবে। কিন্তু সেই আশ্বাসও একপ্রকার অতীত।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের অগ্রিম লিস্টে বাংলার DA মামলা, শুনানি নিয়ে আশার আলো দেখছেন কর্মীরা
দিলীপ ঘোষ এদিন আরও দাবি করেছেন যে, “দেবকে ব্ল্যাকমেল করা হচ্ছে। বলা হচ্ছে, ভোটে না দাঁড়ালে সিনেমা বন্ধ করে দেব, প্রোডাকশন বন্ধ করে দেব। তাই সেই কারণেই এত বাঁধা। ওটা তৃণমূলের ষড়যন্ত্র। চোরদের কাছে মাথানত করো না।” যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি ঘাটালের তৃণমূল সাংসদ দেব। তবে ২৬ এর নির্বাচনের আগে দিলীপ ঘোষের এই মন্তব্য এক নতুন বিতর্কের সূত্রপাত করতে চলেছে।